রিয়া গিরি : খোদ বিদ্যাসাগরের নাম উঠেএলো এক আইনি বিবাদে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাঙালির শিক্ষার আবিষ্কারক হিসেবে পরিচিত। এক কথায় শিক্ষাকে একটি অন্য জায়গায় তুলে ধরতে বিদ্যাসাগরের অবদান অনেকখানি। কিন্তু কালনার সাতগাছি পঞ্চায়েতের একটি জমি বিবাদে নাম উঠে এলো বিদ্যাসাগরের।
পুজো এবার বাড়িতেই কাটান, নয়া নির্দেশিকায় বিষন্ন কলকাতা
সূত্রের খবর, কালনার সাতগাছি পঞ্চায়েতে তুফান দে নামে এক ব্যক্তি নিজের জায়গা বলে যে জমিকে দাবি করছে সেই জমিতে এক সময় হাসপাতাল ছিল। এমনকি সেই হাসপাতালে বিদ্যাসাগর নিজে এক কলেরা আক্রান্ত রোগীকে ভর্তি করেছিল যার উল্লেখ আজও কিশলয় বইতে পাওয়া যায়।কোনোক্রমে অসাধু উপায়ে তুফান দিয়ে ওই জায়গা তার নামে করিয়ে নিয়েছিল কিন্তু এই জায়গাটি সরকার হেরিটেজ হিসেবে ঘোষণা করুক এই আরজি করে বসলেন গোটা কালনা বাসী।
পার্টি অফিস উচ্ছেদ করতে রেল পুলিশকে বাধা তৃণমূলের
আইনজীবীর অভিযোগ কালনার হাঁসপুকুর এলাকার তাপস সরকার, বলাই উপাধ্যায় সহ কয়েকজন জোর করে সেই জমি নিজের আওতায় এনেছে। সেই জমি সংক্রান্ত রেকর্ড খতিয়ে দেখতে নাম উঠেছে বিদ্যাসাগরের। আইনি বিবাদ মিটিয়ে বিদ্যাসাগর নিজের জমি ফিরে পাবে কিনা তাই শেষ পর্যন্ত দেখবার।