বিশ্বভারতীর নিরাপত্তা নিয়ে প্রধানমন্ত্রীর দ্বারস্থ উপাচার্য

   

Vice-Chancellor-at-the-door-of-the-Prime-Minister-regarding-the-security-of-Visva-Bharati

রিয়া গিরি : বিশ্বভারতী কাণ্ডে এবার প্রধানমন্ত্রীর দ্বারস্থ হলেন উপাচার্য।বিশ্বভারতীর অশান্তির পর বিশ্বভারতী থেকে তিনজন ছাত্র ছাত্রীকে বহিষ্কার করা হয়। তারপর একাধিক নোটিশ জারি করে ছাত্র-ছাত্রীদের আন্দোলনের মুখোমুখি হতে হয়েছে উপাচার্যকে। ছাত্র-ছাত্ররা দাবি করে উপাচার্যের পদত্যাগ এবং তিনজন বহিস্কৃত ছাত্র-ছাত্রীর প্রত্যাহার। তার পর থেকেই বিশভারাতিতে ছাত্র ছাত্রীদের বিক্ষোভের মুখোমুখি হতে হয়। তাই বিশ্বভারতীর নিরাপত্তা রক্ষার দাবিতে প্রধানমন্ত্রী দ্বারস্থ হয়েছেন আচার্য।

Vice-Chancellor-at-the-door-of-the-Prime-Minister-regarding-the-security-of-Visva-Bharati


সূত্রের খবর, বিশ্বভারতীর বিশৃঙ্খলা জন্য উপাচার্য কোন কাজই ঠিকমতো করতে পারছেন না । এমনকি তিনি বাসভবনে গৃহবন্দি হয়ে রয়েছেন ।বিশ্বভারতী চত্বরে উত্তেজনা বাড়তে থাকলে নিরাপত্তার দাবিতে বীরভূম জেলা পুলিশের কাছে ইমেইল পাঠালেও তা থেকে সেরকম কোনো সুরাহা মিলেনি।বিশ্বভারতীর কর্তৃপক্ষের দাবি ছাত্র আন্দোলনের কারণে এই রকম পরিস্থিতি শুরু হয়েছে।যদিও শিক্ষার্থীদের দাবি উপাচার্যের নির্দেশেই তালা ঝুলানো হয়েছে বিশ্বভারতীর ক্যাম্পাসে।


Post a Comment

Previous Post Next Post