নারীদের শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ করা হবে প্রবীণ শিক্ষকদের, ঘোষণা তালিবান সরকারের


Veteran-teachers-will-be-recruited-in-womens-educational-institutions-the-Taliban-government-announced

রিয়া গিরি : তালিবান সরকার গঠনের পর থেকে শিক্ষা ব্যবস্থায় নানা পরিবর্তন করেছে তারা।ইতিমধ্যেই তালিবানের শিক্ষা মন্ত্রী জানিয়ে দিয়েছেন ডিগ্রির কোন দাম থাকবে না আফগানিস্থানে। কলেজ এবং ইউনিভারসিটিতে  শিক্ষাপ্রতিষ্ঠান নারীদের পড়ানোর জন্য প্রবীণ শিক্ষক নিয়োগ করতে চলেছে তারা।

ভিডিও গেম এর উপর নির্দেশিকা জারি করলো সরকার

পড়াশোনার সাথে সাথে তারা মেয়েদের খেলাধুলোয় পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করেছে।তারা জানিয়েছিল একই কক্ষে পুরুষ এবং মহিলা দুজনে একসাথে ক্লাস করতে পারবে না তা সত্ত্বেও পর্দা দিয়ে ঢেকে ক্লাস শুরু হয়েছে। তারা নিয়ম করেছে ক্লাস শেষ হবার ৫ মিনিট আগে মহিলাদের কক্ষ ছেড়ে বেরিয়ে যেতে হবে। কোন পুরুষের সাথে কথা বলা যাবে না।

কলকাতা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ৭৩ পদে মেডিকেল অফিসার নিয়োগ! আবেদনের বিস্তারিত জানুন..

তালিবানের এই কঠোর নির্দেশিকার প্রতিবাদ করতে রাস্তায় নেমেছে মহিলারা। আফগানিস্তানের মহিলারা প্রথম দিন থেকেই তালিবান সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়েছে।তারা কোনমতেই নিজের শিক্ষাব্যবস্থাকে থামিয়ে রাখতে পারবে না জানিয়ে দিয়েছে।ইতিমধ্যেই রাস্তায় বিক্ষোভকারী মহিলাদের ওপর লাঠিচার্জ শুরু করেছে তালেবানরা।

Veteran-teachers-will-be-recruited-in-womens-educational-institutions-the-Taliban-government-announced

Veteran-teachers-will-be-recruited-in-womens-educational-institutions-the-Taliban-government-announced

Veteran-teachers-will-be-recruited-in-womens-educational-institutions-the-Taliban-government-announced

Veteran-teachers-will-be-recruited-in-womens-educational-institutions-the-Taliban-government-announced

Veteran-teachers-will-be-recruited-in-womens-educational-institutions-the-Taliban-government-announced


Post a Comment

Previous Post Next Post