দেশজুড়ে ধর্মান্তকরণ চক্র চালানোর অভিযোগে গ্রেফতার মাওলানা কালিম সিদ্দিকী

UP-ATS-arrests-Maulana-Kalim-Siddiqui-for-running-proselytizing-across-the-country

ঈশিতা সাহা: অবৈধ ধর্মান্তকরণ সিন্ডিকেট চালানোর অভিযোগে মুজাফফর নগরের বাসিন্দা তথা পশ্চিম উত্তরপ্রদেশের প্রশিদ্ধ ইসলামিক বিদ্যমান মাওলানা কালিম সিদ্দিকীকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশের এটিএস বাহিনী। কিছুদিন ধরেই ধর্মান্তকরণ চক্রান্তের সন্দেহে ৬৪ বছর বয়সি ইসলামী পন্ডিতকে নজর রাখছিলেন আন্টি টেররিস্ট স্কোয়াড। সূত্রে জানা গেছে, মানুষকে প্রভাবিত করে দেশে শরিয়ত আই লাগু করা ও জনসংখ্যার অনুপাত বদলে ফেলার জন্য বৃহত্তর স্তরে ধর্মান্তকরণ করাতেন ওই পন্ডিত।গতকাল মিরাটে পৌঁছানোর পথে পুলিশ তাকে গ্রেফতার করে।

হেলমেট ও মাক্স পরা পথচারীদের হাতে তুলে দেওয়া হলো পোস্তর প্যাকেট

এটিএস সূত্রে খবর, মৌলানা ও অমুসলিমদের বিভ্রান্ত করে আর ভয় দেখিয়ে তাদের ধর্ম পরিবর্তন করিয়ে তাদের কেউ একই পথে প্ররোচনা করতেন। জানা যায়, মৌলানা কালিম জামিয়া ইমাম বলিউল্লা নামে একটি ট্রাস্টও চালাতেন। পাশাপাশি বহু মাদ্রাসাকে টাকা দেওয়ার জন্য বিদেশ থেকে হাওয়ালার মাধ্যমে প্রচুর টাকা তার ফান্ডে আসে। এখনো পর্যন্ত তদন্তে মৌলানার ট্রাস্ট জামিয়া ইমাম বলিউল্লাহ থেকে মোট তিন কোটি টাকার ফান্ডিং এর প্রমাণ পাওয়া গেছে। তবে এই ইসলামিক পণ্ডিতের সিন্ডিকেট চক্রান্ত কতদূর ও কে কে সঙ্গে জড়িয়ে রয়েছে তা নিয়ে তদন্ত চালাচ্ছে এটিএস আধিকারিকরা।

Post a Comment

Previous Post Next Post