রিয়া গিরি: ইতিমধ্যেই ভারতবর্ষে বেশ কয়েকটি অঞ্চলের ১০০ % মানুষ ভ্যাকসিন নিয়ে নিয়েছে।চলতি বছরেই সম্পূর্ণ টিকাকরণ হয়ে যাবে এই আশ্বাস জানাল কেন্দ্র। তার মাঝেই কেন্দ্রের বড় ঘোষণা এবার বাড়িতেই মিলবে করোণা ভ্যাকসিন । কিন্তু এই নিয়ম কেবল অসুস্থ বা বৃদ্ধ ব্যক্তিদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। বৃহস্পতিবার নীতি আয়োগ এর সদস্য ডাক্তার ভিকে পাল জানান কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বাড়িতে বসেই অসুস্থ ব্যক্তিদের টিকা করনের জন্য বেশ কয়েকটি পরিকল্পনা নেওয়া হচ্ছে যা অতি শীঘ্রই প্রযোজ্য হতে চলেছে।
টিকাকরণ কেন্দ্রে যেতে অক্ষম ব্যক্তিদের বাড়িতে ভ্যাকসিন দেওয়ার পরিষেবা চালু করার কথা ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে এক সংবাদিক বৈঠকে জানানো হয়েছে। এই প্রসঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ বলেন,"আমরা বুঝতে পারছি যে এমন অনেক মানুষ আছেন যারা শয্যাশায়ী, জাদে যাতায়াত করার ক্ষমতা নেই টিকা করনকেন্দ্রে যেতে যারা অক্ষম তাদের কথা মাথায় রেখেই এই নির্দেশ দেওয়া হয়েছে"।
প্রতিটি রাজ্যের প্রতি জেলা অনুযায়ী একটি তালিকা গঠন করার নির্দেশ দিয়েছে কেন্দ্র। যেই তালিকায় বাড়িতে বসে টিকা গ্রহণকারী ব্যক্তিদের নাম নথিভুক্ত করা থাকবে। সাংবাদিক বৈঠকে এও জানান দেশে ভ্যাকসিনের দুটি ডোজ পেয়ে গেছেন এমন ব্যক্তির পরিসংখ্যানকে 'মাইলস্টোন' বলে উল্লেখ করেছে কেন্দ্র। দেশের দুই তৃতীয়াংশ মানুষ ইতিমধ্যেই পেয়ে গেছেন একটি ডোজ।১৮ বছরের বেশি বয়সীদের মধ্যে মোট জনসংখ্যার৬৬% একটি ডোজ পেয়ে গেছেন বলে দাবী স্বাস্থ্যমন্ত্রকের।