এবার তালিবানদের হাতে ধর্ষণের শিকার তালিবান পুরুষেরাও


This-time-Taliban-men-were-also-raped-by-the-Taliban

রিয়া গিরি : তালিবান শাসন শুরু হওয়ার পর থেকেই আফগানিস্থানে মহিলারা সুরক্ষিত নয়। একের পর এক নতুন নিয়ম লাগু হয়েছে মহিলাদের অধিকারের উপর। এবার সেই দেশে ধর্ষণের শিকার হয়েছে এক পুরুষ। কাবুলে সম প্রেমী ওই ব্যক্তির ওপর অকথ্য অত্যাচার  এবং শারীরিক নিগ্রহের অভিযোগ ওঠে তালিবানদের ওপর। ব্যক্তিটির পরিচয় গোপন রাখা হয়েছে সুরক্ষার স্বার্থে।

পরীক্ষা ছাড়াই ডাক বিভাগে প্রার্থী নিয়োগ, আবেদনের শেষ তারিখ শীঘ্রই

সম প্রেমী অধিকারের জন্য লড়াই করা তুরস্কের এক ব্যক্তি যার নাম আটিমিস আখবেরি।তিনি দীর্ঘদিন ধরে সমকামী অধিকারের জন্য লড়াই করে এসেছেন ।এবার তালিবান শাসনে সমপ্রেমীদের জীবন কি হতে চলেছে এটা একটি উদাহরণ মাত্র। মার্কিন সেনারা চলে যাওয়ার পর থেকেই তালিবানরা শ্রমিকদের ওপর অত্যাচার শুরু করে। সমপ্রেমী ওই ব্যক্তি সোশ্যাল মিডিয়াতে কথা বলেছিলেন দুজন তালিবান যুবকের সাথে। প্রথমে তিনি তাদের পরিচয় না জেনেই তাদের সাথে দেখা করতে হাজির হয়। পরে ওই সমকামী ব্যক্তির পরিবারের খোঁজ চালিয়ে তাদের ওপর হামলার অভিযোগ ওঠে তালেবানদের বিরুদ্ধে।

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে স্বাগত জানিয়েছে koo (কু) প্ল্যাটফর্ম

তালিবানরা বিশ্বকে নিজেদের বদলে যাওয়ার বার্তা দিলেও এক এক করে মানবতা এবং মহিলাদের সুরক্ষার জন্য তাদের পদক্ষেপ বলে দিয়েছে তারা কতটা নির্মম হতে পারে। এর মধ্যেই আফগান সম প্রেমী  পুরুষেরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

Post a Comment

Previous Post Next Post