এবার তৃণমূলে বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়

 

This-time-Babul-Supriya-a-former-Union-Minister-of-the-TMC-BJP

ওয়েবডেস্ক, কলকাতা : গত মাস ধরে বিজেপির উপর ক্ষুব্ধ ছিলেন এবারে বিজেপি ছেড়ে শনিবার কলকাতায় টিএমসিতে যোগ দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বাবুল সুপ্রিয়কে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।

পাবজি খেলতে গিয়ে মায়ের অ্যাকাউন্ট থেকে ১০ লক্ষ টাকা খরচ করে লজ্জায় বাড়ি ছাড়লো কিশোর

তৃণমূল শনিবার একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, বাবুল সুপ্রিয় কলকাতায় একটি অনুষ্ঠানে তৃণমূলে যোগ দিয়েছেন। দলের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি এবং রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েনও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাবুল সুপ্রিয়কে স্বাগত জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, তাঁর আগমনে দল আরও শক্তিশালী হবে।

স্টেশনে নরেন্দ্র মোদী ভেবে ধোঁকা খেয়ে বসলেন আমজনতা

সুত্রে খবর, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হ্লেও তিনি নির্বাচনে হেরে যান। একই সঙ্গে মন্ত্রিসভায় রদবদলে তার চেয়ারও হারিয়ে যায়। এরপর থেকেই তিনি দলের উপর তার ক্ষোভ উগরে দিতে শুরু করেন।


ভারতীয় বংশোদ্ভূতদের অপহরণের অভিযোগ উঠল আফগানিস্তানে

উল্লেখ্য, গত জুলাই মাসে বাবুল সুপ্রিয় বিজেপিকে বিদায় জানানোর কথা ঘোষণা করেন। তিনি ফেসবুকে লেখেন, রাজনীতিতে এসেছেন শুধুমাত্র সমাজ সেবার জন্য। এখন তার এই উদ্দেশ্য অর্জনের জন্য তিনি পথ পরিবর্তন করতে যাচ্ছেন। আর তারপর থেকেই বাবুল সুপ্রিয়’র টিএমসিতে যোগদান নিয়ে জল্পনা চলছিল।

প্যাসেঞ্জার টার্মিনাল বিল্ডিং এর উদ্বোধন হল পেট্রাপোল সীমান্তে

অন্যদিকে, সূত্রের খবর টিএমসিতে যোগ দেওয়ার পর কেন্দ্রীয় সরকার তাঁর নিরাপত্তার বিভাগ পরিবর্তন করেছে। এখন বাবুল সুপ্রিয়োর নিরাপত্তা Z এর পরিবর্তে Y ক্যাটাগরির করা হয়েছে। বাবুলের নিরাপত্তায় CRPF এর একটি দল মোতায়েন করা হয়েছে।


Post a Comment

Previous Post Next Post