মায়ের স্বপ্নাদেশে এই শুরু হল ৫৫০ বছর পুরনো পুজো

This-is-the-beginning-of-the-550-year-old-pujo-in-the-mothers-dream


জয়দ্বীপ মৈত্র, দক্ষিণ দিনাজপুর : বাঙালির দুর্গাপূজার ইতিহাস বহু প্রাচীন। শুধুমাত্র পুজো হিসেবে নয় দূর্গা পূজার সাথে জড়িয়ে আছে বাঙালির সংস্কৃতি। সেরকম একটি পুজো হল দক্ষিণ দিনাজপুরের নন্দনপুর ভৌমিক বাড়ির দুর্গা পুজো। ভৌমিক বাড়ির পুজো আজ থেকে প্রায় ৫৫০ বছরের পুরনো। যদিও প্রথম পুজো এদেশের মাটিতে হয়নি তবুও মা দুর্গার পুজো  পুরনো নিয়ম অনুযায়ী পালন করে আসছেন ভৌমিক বাড়ির সদস্যরা।

এই ভারতীয় কোম্পানি চালু করতে চলেছে উড়ন্ত গাড়ি, এখন নিমেষেই বাতাসে উড়ে আপনি অফিসে যেতে পারেন

নন্দন পুরের বাসিন্দা স্বর্গীয় সত্য ভৌমিক পূর্ব পাকিস্তান ছেড়ে ভারতে চলে আসেন নিজের পরিবার নিয়ে। কিন্তু তার আত্মীয়স্বজন এখনও রয়েছেন ঢাকা জেলার বরংগাইল অঞ্চলে।  সেখানে তাদের ৫৫০ বছরের পুরনো প্রাচীন মা দুর্গার পুজো এখনো পর্যন্ত হয়ে আসছে।এ দেশে আসার পর ভৌমিক বাড়ির সদস্যরা নতুন করে আর দুর্গাপূজা শুরু করেনি। তাতেই দেবী রুষ্ট হয়েই আট-দশ বছর আগে স্বপ্নাদেশ দেয়। পুনরায় ঠেঙ্গাপাড়া নন্দনপুর এলাকায় ভৌমিক পরিবার সেই পুজো শুরু করেন।

রাজ্যগুলি প্রতিটি কোভিড মৃত্যুর জন্য 50,000 টাকা ক্ষতিপূরণ দেবে : কেন্দ্র

মায়ের স্বপ্নাদেশে ভৌমিক বাড়ির পুজো আবার নতুন করে শুরু হয় ভারতে। বেশি বড় করে না হলেও বনেদি বাড়ির নিয়মনিষ্ঠা মেনেই এখানেও মা বৈষ্ণব মতে পূজিত হন মা দূর্গা। ফলমূল সহযোগী মাকে ভোগ নিবেদন করা হয় পরিবারের তরফ থেকে। এ প্রসঙ্গে পরিবারের সদস্য সমিরন ভৌমিক জানালেন আমাদের এই পুজো প্রায় ৫৫০ বছরের পুরনো আমার বাবা পূর্ব পাকিস্তান থেকে ভালো চলে আসার পরেই এখানে পুজো আরও নতুনভাবে শুরু করা হয়নি। আমাদের পুরনো বাড়ির পুজো এখনো পর্যন্ত বাংলাদেশে পূজিত হয়।

মানিব্যাগে অর্থের সমাগম নিয়ন্ত্রণ করতে মানতে হবে যে নিয়মগুলি

স্বপ্নদেশের পর থেকেই এ বাড়িতেও আবার নতুন করে মায়ের পুজো শুরু করা হয়। পুজোর কয়েকটা দিন ভৌমিক পরিবারের সাথে  নন্দনপুর এলাকার মানুষজন ও মায়ের আরাধনায় কোন কমতি রাখেন না। ঠিক এ বছরও ভৌমিক বাড়ির পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। শুরু হয়েছে প্রতিমা তৈরীর কাজ। এখন পুজোর জন্য অপেক্ষায় রয়েছেন ভৌমিক পরিবারের সদস্যরা।

Post a Comment

Previous Post Next Post