রিয়া গিরি : বিয়ারের বোতলের রং সবুজ কিংবা বাদামি হওয়ার পেছনেও রয়েছে এক বিশেষ ইতিহাস। সারা পৃথিবী জুড়ে প্রিয় পানীয়র তালিকায় সবসময়ই উঠে আসছে বিয়ারের নাম।যা শুরু হয়েছিল আজ থেকে প্রায় হাজার হাজার বছর আগে। পরে অবশ্য নানা নামে নানা প্যাকেজিং এ বাজারে এসেছে ভিন্ন ধরনের বিয়ার। সেই বিয়ারের বোতলের রং সবুজ কিংবা বাদামি কেন করা হয় এর পেছনে ও কারণ রয়েছে।
প্রথমে অবশ্য সবকিছু পানীয়র মত বিয়ারও রাখা হতো স্বচ্ছ বোতলে কিন্তু কিছুদিন বাদেই নির্মাতারা বুঝতে পারেন তাতে খারাপ হয়ে যাচ্ছে বিয়ার। তার স্বাদ এবং গন্ধে হচ্ছে পরিবর্তন।এই আর্থিক ক্ষতি থেকে বাঁচতে কোম্পানি সিদ্ধান্ত নিল স্বচ্ছ বোতলের বিয়ার রাখার পরিবর্তে সবুজ কিংবা বাদামী রঙের বোতল কেই বেছে নেওয়া হবে।কারণ হিসেবে বলা গেল স্বচ্ছ বোতলের বিয়ার রাখলে সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মি তা তাড়াতাড়ি নষ্ট করে দেবে কিন্তু সবুজ বাদামী রঙের বোতল এই দুটি রং সূর্যের অতিবেগুনী রশ্মিকে নষ্ট করতে সক্ষম।
বিবাহ বার্ষিকীতে স্ত্রীকে উপহার দিলেন এক টুকরো চাঁদ
যা নিয়ে একটি মজার ইতিহাস ও রয়েছে। একসময় সারা বিশ্বজুড়ে বাদামি এবং সবুজ রঙের বোতলের সংকট দেখা দিচ্ছিল। বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে বিয়ারের বোতলের জন্য এই দুটি বিশেষ রঙের বোতল ব্যবহার হওয়ায় অনেক সঙ্কটের মুখে পড়তে হয় বিয়ার নির্মাতাদের।