অম্লিতা দাস: ১ লক্ষ টাকার আশায় ৫০ হাজার টাকা হারালেন এক যুবতী। দফায় দফায় প্রতারণার শিকার হয়ে অবশেষে সিউড়ি থানায় অভিযোগ জানান যুবতীর বাবা।
বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে মৃত্যু হল ১০ বছরের শিশু
তরুণীর বাড়ি বীরভূমের সিউড়িতে। দুই টাকার এক পুরোনো নোটের বদলে এক লক্ষ টাকা পাওয়ার আশায় ছিলেন তরুণী। অনলাইনে এক ওয়েবসাইটে পুরোনো দুই টাকা নোট বিক্রির জন্য বিজ্ঞাপনও দেন ওই তরুণী। সেই ওয়েবসাইটে নোটের ছবি পোস্ট করতে সঙ্গে সঙ্গে নোটটি কেনার জন্য ইমেল পান সেই তরুণী। তরুণীর ধার্য করা এক লক্ষ টাকা দিতেও রাজি হন সেই অজ্ঞাত ব্যক্তি।
বনগাঁর ব্যবসায়ীর অপহরণে গ্রেফতার হল সিভিক ভলেন্টিয়ার
আমেরিকার ব্যাংক থেকে টাকা দিতে রাজি হয় সেই ইমেল প্রেরক। তবে শর্ত ছিল তার আগে সেই তরুণীকে দিতে হবে পাঁচ হাজার টাকা। ভারতীয় মুদ্রাতে পরিবর্তনের নাম করেই চাওয়া হয় সেই টাকা।
কোন সম্পর্ক ছাড়াই কন্যাসন্তানের জন্ম দিলেন এক রমনি
তবে তাতেই শেষ হয়নি এভাবে দফায় দফায় টাকা নিয়ে মত পঞ্চাশ হাজার টাকা ব্যয় হওয়ার পরেও যখন কোনো টাকা না পেয়ে তরুণী বুঝতে পারে প্রতারণার শিকার হয়েছে সে।অবশেষে তরুণীর পিতা সিউড়ি থানায় সোমবার অভিযোগ জানায়। তদন্ত চলছে, প্রতারক এখনও অজ্ঞাত।