সার্বভৌম সমাচার : চলন্ত রাস্তায় কুকুর কে বাঁচাতে গিয়ে লরির ধাক্কায় মৃত্যু হল যুবকের। ঘটনাটি উত্তর 24 পরগনা জেলা অশোকনগর থানার শেরপুর মোড় এলাকায়। ট্রাকটিকে আটক করেছে অশোকনগর থানার পুলিশ।
সহবাস করে বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গ! অভিযোগ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকের বিরুদ্ধে
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম সমীর দাস (৩১)। বাড়ি অশোকনগর থানার বাইগাছি শক্তিনগর এলাকায়। স্থানীয়রা জানান, ওই যুবক শুক্রবার সকাল ৯ টা নাগাদ অশোকনগর স্টেশনের দিক থেকে নৈহাটি রোড ধরে বাইক চালিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করেই একটি কুকুর তাঁর বাইকের সামনে চলে আসেতে রাস্তার ছিটকে পরেন তিনি। সামনে থেকে আসা একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যান ওই যুবক। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
SBI চালু করেছে নতুন নিয়ম; লাগু হবে অক্টোবর থেকেই
খবর পেয়েই অশোকনগর থানার পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। সাথে সাথেই পালিয়ে যায় ট্রাকের চালক। ঘাতক ট্রাকটিকে আটক করেন পুলিশ। ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে অশোক নগর বাইগাছি এলাকায়।