রিয়া গিরি : বিয়ের জন্য পাত্র পাত্রী চাই এর বিজ্ঞাপন খবরের কাগজ ও সোশ্যাল মিডিয়া ম্যাট্রিমনিয়াল সাইট গুলোতে দেওয়া স্বাভাবিক ব্যাপার। কিন্তু নিজের বিয়ের জন্য দোকানেই ' ভালো পাত্রী চাই' এর সাইনবোর্ড ঝুলিয়ে রাখলেন বছর ৩৩ এর উন্নিকৃষণ। বিশেষ কোনো দাবিদাওয়া ছাড়াই তিনি একজন যোগ্য পাত্রীর অনুসন্ধান করছেন।
৬০% নম্বরেই এবার মিলবে স্কলারশিপ
সূত্রের খবর, উন্নিকৃষণ নিজের ব্যাপারে খুবই আত্মনির্ভর। তার জীবনে কোন প্রেমিকা নেই তাই তিনি বিয়ের জন্য সাইনবোর্ড ঝুলিয়েে রেখেছেন। তার সঙ্গীর জন্য বিশেষ কোনো দাবি নেই। তিনি শুধুমাত্র একজন বিয়ের যোগ্য পাত্রী চান।৩৩ বছরের যুবক নিজের দোকানে সাইনবোর্ড ঝুলিয়ে রাখার পর তার এক বন্ধু সোশ্যাল মিডিয়াতে সেটি পোস্ট করে।যা কিছু দিনের মধ্যেই ভাইরাল হয়ে যায়।
তার পোস্ট দেখে রীতিমতো মেয়েদের ফোন কল এর লাইন পড়ে যায়। বিদেশ থেকে অনেক মালয়ালি মেয়েদের পরিবারের কাছ থেকে তিনি বিয়ের জন্য ফোন কল পেয়েছেন। দোকান চালানোর পাশাপাশি তিনি এখন ফোন কলের উত্তর দিতে ব্যস্ত হয়ে পড়েছেন। তিনি শেষ পর্যন্ত নিজের জন্য যোগ্য পাত্রী খুঁজে পান কিনা তা দেখবার।