মোবাইল ফোন গিলে হাসপাতলে ভর্তি যুবক


The-women-protested-by-catwalking-in-the-streets

রিয়া গিরি : ঘটনাটি ঘটেছে কসোভোর ক্রিস্টিনা শহরের বাসিন্দা বছর ৩৩ এর একজন ব্যক্তির সাথে। তিনি নোকিয়া ৩৩১০ মডেলের ফোনটি খেয়ে ফেলেন। পরে চিকিৎসকেরা স্ক্যান করে পেটের ভেতর থেকে অস্ত্রোপচার করে বের করেন।


ঘটনাটি প্রথম নয় এর আগেও বহু ব্যক্তিকে ফোন গিলে ফেলতে দেখা গেছে। কারোর মৃত্যু হয়েছে আবার কেউবা অস্ত্রপ্রচারে প্রাণ ফিরে পেয়েছেন।চিকিৎসকরা স্ক্যান করে দেখেন পেটের মধ্যে তিন ভাগে ভাগ হয়ে গেছে সেই ফোন কিন্তু ফোন আর হজম হওয়া সম্ভব হচ্ছিল না। ফোনের ব্যাটারি শরীরের পক্ষে খুবই ক্ষতিকর তাই দ্রুত অস্ত্রোপচার শুরু করে পেট থেকে বের করেন চিকিৎসকরা।


২০১৪ সালের একটি আন্তর্জাতিক পরিসংখ্যান থেকে জানা যায় এভাবে ফোন গিলে মৃত্যু হয়েছে প্রায় ২৪% ব্যক্তির। অস্ত্রোপাচারের পরে ফেসবুকে ছবি পোস্ট করেন চিকিৎসক। সাথে তিনি এক্সরে প্লেটের ছবিও পোস্ট করেন যেখানে দেখা যাচ্ছে পেটের মধ্যে রয়েছে ফোনটি। কোনরকম প্রাণ ফিরে পেয়েছেন ওই ব্যক্তি। ভবিষ্যতে আর কখনো ফোন গিলে ফেলার ভুলটি করবেন না বলে জানিয়েছেন তিনি।

Post a Comment

Previous Post Next Post