রাস্তায় ক্যাটওয়াক করেই প্রতিবাদ জানালো মহিলারা

 

The-women-protested-by-catwalking-in-the-streets

রিয়া গিরি : একে পাহাড়ি অঞ্চল তার মাঝে রাস্তায় খানাখন্দ ভর্তি থাকায় দুর্ঘটনা বেড়ে চলেছে রোজদিনই। প্রশাসনের কাছে বারবার রাস্তা সরানোর দাবি জানালেও বিষয়টির প্রতি কোনো গুরুত্বই দেয়নি প্রশাসন।তাই তার প্রতিবাদে রাস্তায় ক্যাটওয়াক করেই মহিলারা অভিনব প্রতিবাদ জানালেন।


ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভূপালে। রাস্তায় হেঁটে যাওয়া ও দুষ্কর হয়ে দাঁড়িয়েছে খানাখন্দের জন্য। কিন্তু তাতেই কোনমতেই গাড়ি চলাচল করছে। প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা মিলেনি। তাই গর্তে ভরা রাস্তা দিয়ে ক্যাটওয়াক করলেন মহিলারা। হাতে প্ল্যাকার্ড নিয়ে এই অভিনব প্রতিবাদে অংশগ্রহণ নিলেন ভোপালের মহিলারা।

৪০ বছর চোখের পাতা এক না করে বেঁচে থাকাও সম্ভব

এই আন্দোলনের মূল উদ্যোক্তা অংশু গুপ্তা বলেন তিন দশক আগে দানিশ নগরে জমি কিনে বাড়ি করে ছিলাম প্রতিবছর উচ্চহারে পুরসভাকে ট্যাক্স দিয়ে অথচ এলাকার উন্নয়ন বলে কিছুই নেই।জল জমে করতে ভর্তি রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় অনেক সময় ছোট খাটো দুর্ঘটনা ঘটে তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে আমরা এই অভিনব প্রতিবাদে নেমেছি। যদিও এই প্রতিবাদের ভিডিও সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়েছে। এই অভিনব প্রতিবাদ মিছিলটি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে পারবে কিনা তাই দেখবার।

Post a Comment

Previous Post Next Post