রিয়া গিরি : বিয়ে মানেই দুটি পরিবারের এক হওয়া। বিয়ে কোনো উৎসবের থেকে কম নয়। আনন্দ ঠাট্টা উল্লাস সবকিছু মিলিয়ে দুজন মানুষের একসাথে পথ চলা শুরু হয়।সোশ্যাল মিডিয়াতে একটি বিয়ের অনুষ্ঠানের ভিডিও বেশ কয়েকদিন ধরেই খুবই ভাইরাল হচ্ছে। ভিডিওটিতে বর-কনেকে চুমু খেতেই মাটিতে গড়িয়ে পড়ে।
Payar romance wala নামে একটি একাউন্ট থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। যেখানে বরের পরনে কালো চুল এবং কনের পরনে সাদা গাউন। স্টেজের উপরে খ্রিস্টান মতে বিয়ে হচ্ছে দুজনের। আশেপাশে পরিবার এবং বন্ধু বান্ধবেরা ঘিরে রেখেছে তাদের। কিন্তু আচমকাই বিয়ে শেষ হওয়ার পর কনেকে চুমু খান বর। আর তাতেই অজ্ঞান হয়ে যাওয়ার মত অবস্থা হচ্ছিল তার। কোনরকমই তাকে ধরে ফেলে তার বন্ধুরা।
ভিডিওটি বরের মশকরাই মাত্র। যা এই মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে।নেটিজেনরা অবশ্য ব্যাপারটি বুঝতে পেরে বেজায় খুশি হয়েছেন। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত কোন এক ব্যক্তি ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করেছেন যা এখন সবার পছন্দের।