ভেঙে পড়েছে রাস্তার দু-ধার! গ্রামের শুনলেই ছেলেমেয়েদের কেউ বিয়ে দিতে চান না

The-two-sides-of-the-road-are-broken-Brajballavpur-village-area-in-dilapidated-condition


জয়দ্বীপ মৈত্র, দক্ষিণ দিনাজপুর : রাস্তার অবনতি কারণে মুখ ফিরিয়েছেন আত্মীয়রা, এলাকার নাম শুনলেই কেউ বিয়ে দিতে চান না ছেলেমেয়েদের! গ্রামে প্রবেশ করতে পারে না বাইরের কোন গাড়ি। বর্ষাকালে বন্ধ হয়ে যায় যোগাযোগ ব্যাবস্থা। এখনোও এরকম দূর্দস্থ পরিস্থিতি বাংলায়? দক্ষিণ দিনাজপুর জেলার বংশিহারি ব্লকের ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের চ্যাংড়াপিছলা থেকে আনারুন রসুলপুর পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার রাস্তার বর্তমানে পরিস্থিতি বেহাল।

মায়ের স্বপ্নাদেশে এই শুরু হল ৫৫০ বছর পুরনো পুজো

 রাস্তার অবস্থা এতটাই খারাপ যে সেই এলাকায় কোন টোটো অটো বা গাড়ি প্রবেশ করে না। ফলে রাতবিরাতে সমস্যায় পড়লে গ্রামবাসীকে দেড় কিলোমিটার হেঁটে তারপর গাড়ি ধরতে হয়। সবচেয়ে বেশি সমস্যার মুখে পড়েন গর্ভবতী  মহিলারা। অতি প্রয়োজন হলেও এম্বুলেন্স ওই গ্রামে ঢুকতে চায়না। প্রায় ৫ কিলোমিটার গর্ভবতী মহিলাকে কাঁধে নিয়ে হেঁটে তারপর অ্যাম্বুলেন্স নিয়ে যেতে হয় গ্রামবাসীকে। এক সাংবাদিকের জিজ্ঞাসায় স্থানীয় বাসিন্দা ভুবন সরকার বলেন,"আমাদের শুধু রাস্তার সমস্যা। পাকা রাস্তা হলে আমরা খুব খুশি হব। যদিও তিন মাস ধরে এসডিও অফিসে যাচ্ছি কিন্তু রাস্তা আর হয় না।"

The-two-sides-of-the-road-are-broken-Brajballavpur-village-area-in-dilapidated-condition

এদিকে গ্রামের রাস্তায় কোথাও গর্ত, কোথাও বা হাটু সমান কাদা আবার কোথাও সম্পূর্ণ রাস্তা ধসে গেছে পুকুর পাড়ে। গ্রীষ্মকালে যাতায়াতে খুব কষ্ট হলেও বর্ষাকালে তা একেবারেই বন্ধ হয়ে যায়। এমনকি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ওই এলাকায়। সাইকেল ছাড়া সেই রাস্তা পারাপারে কোন উপায় নেই। বিগত মাসে বারংবার গঙ্গারামপুর মহকুমা শাসকের কাছে পরিস্থিতি নিয়ে অভিযোগ জানালেও কোন সুরাহা পায়নি এলাকাবাসী।

বিদ্যুৎ সংযোগ বন্ধ করে পঞ্চায়েত সদস্যার দাদাগিরি

আরেকজন স্থানীয় বাসিন্দা সনজিৎ মাহাতোর অভিযোগ,'জন্ম থেকেই এই রাস্তা আমি এভাবেই দেখেছি। ভোটের আগে রাস্তা তৈরি প্রতিশ্রুতি মিললেও ভোট হওয়ার পর আর মেরামত করে না। আমরা এসডি ওর কাছেও অভিযোগ করেছি। পাকা রাস্তা হলে আমাদের খুব সুবিধা হব।"

Post a Comment

Previous Post Next Post