রিয়া গিরি : পাবজি নেশায় মায়ের অ্যাকাউন্ট থেকে ১০ লক্ষ টাকা খরচ করে লজ্জায় বাড়ি ছাড়ল এক কিশোর। মুম্বাইয়ের বাসিন্দা ওই কিশোরী প্রায় বিশ বছর ধরে পাবজি নেশায় জর্জরিত ছিল। পাবজি খেলতে গিয়ে হারালো লাক খানেক টাকা। মায়ের অ্যাকাউন্ট থেকে ১০ লক্ষ টাকা খরচ করে বসবে তা কখনো ভাবতে পারেনি তার বাবা-মা।
প্যাসেঞ্জার টার্মিনাল বিল্ডিং এর উদ্বোধন হল পেট্রাপোল সীমান্তে
নিষেধাজ্ঞা জারি করা হলেও জনপ্রিয় মোবাইল গেম পাবজি আবার শুরু হয়েছে বাজারে।প্রথম থেকেই নানাভাবে বিতর্কর সম্মুখীন হয়ে এসেছে এই গেমটি।ঠিক সেরকমই আবার ও একটি ঘটনা ঘটল মুম্বাইয়ের যোগেশ্বরী এলাকায় এক কিশোরের সাথে। গত এক মাসে ওই কিশোর নিজের মায়ের অ্যাকাউন্ট থেকে ১০ লক্ষ টাকা খরচ করে ফেলেছে তাও কিনা পাবজি খেলার পেছনে। সম্ভবত পাবজি খেলায় কস্টিউম এবং অন্য আইডি কিনতে গিয়েই সে মোট খরচ করেছে ১০ লক্ষ টাকা।
স্টেশনে নরেন্দ্র মোদী ভেবে ধোঁকা খেয়ে বসলেন আমজনতা
শেষমেষ বাবা-মা ব্যাপারটি বুঝতে পারলে তাকে বকাবকির পরে হঠাৎ বাড়ি ছেড়ে বেরিয়ে যায় বলে জানায় তার পরিবারের কর্তৃপক্ষরা। পরিবারের তরফ থেকে ওই কিশোরের অপহরণের মামলা রুজু করেছে তার পরিবার।পরে পুলিশ আধিকারিকরা তাকে খুঁজে পেলে তার বাড়িতে পাঠানো হয়। পরে জানতে পারেন এর আগেও ওই কিশোর এ ধরনের ঘটনার সাক্ষী রেখেছি।