পুজোর বোনাস পেতেই চিন্তার ভাঁজ কমলো চা-শ্রমিকদের

The-tea-workers-were-less-worried-about-getting-Pujo's-bonus

ঈশিতা সাহা: করোনা পরিস্থিতির টলমটল অবস্থাতার মধ্যে প্রাপ্য বেতন টুকুরই আশা রাখেন চা বাগান শ্রমিকরা। সামনেই পুজো। প্রয়োজনের সঙ্গে বাড়তে থাকে আলদা খরচাও। সব দিক লক্ষ্য করে গত বছরের তুলনায় এবারে পূর্ণাঙ্গ বোনাস দেওয়া হয়েছে চা শ্রমিকদের। মহালয়ার আগেই তরাই ডুয়ার্সে চা শ্রমিকদের হাতে তুলে দেওয়া হয়েছে কুড়ি শতাংশ বোনাসের টাকা। ফলে ডেঙ্গুয়াঝার চা বাগানের শ্রমিকরা দারুণ খুশি। বুধবার বিকেলে জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝার চা বাগানের ক্যাশ কাউন্টার থেকে সকলের হাতে বোনাস তুলে দিতে দেখা যায়।

৭ বছর পর নিজের বাড়ি ফিরে এলো হারিয়ে যাওয়া ছোট্ট মেয়েটি

ডেঙ্গুয়াঝার চা বাগানের ম্যানেজার জীবন চন্দ্র পান্ডে জানিয়েছেন, করোণা পরিস্থিতির মধ্যেও শ্রমিকরা প্রতিনিয়ত কাজ করেছেন। বুধবার বিকেলে স্থায়ী শ্রমিকদের পুজোর বোনাস দেওয়া হয়েছে। অস্থায়ী শ্রমিকদের বৃহস্পতিবার দেওয়া হবে। এদিকে বোনাস পেয়ে শ্রমিকরা খুশিতে বুধবার বিকেল থেকেই কেনাকাটার ভিড় জমিয়েছেন বাজারে। পূর্বের তুলনায় দৈনিক মজুরি বৃদ্ধি ফলে এবারে বোনাসের সার্বিক টাকার পরিমাণও বাড়ানো হয়েছে।

Post a Comment

Previous Post Next Post