রিয়া গিরি :আলিপুরআবহাওয়া দপ্তর এর তরফ থেকে পশ্চিমবঙ্গের গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলের পূর্ব দিকে অবস্থান কারি জেলাগুলিতে ঘূর্ণবাত এর অবস্থান নিয়ে আগাম সর্তকতা জারি করা হয়েছে। সম্ভবত ২০ ও ২১ তারিখে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বর্ষণের আশঙ্কা জারি করা হয়েছে।
পুজোর ভিআইপি পাস পেতে এবার চাই করোনার ভ্যাকসিন
ইতিমধ্যেই হাওড়ার টিকিয়াপাড়া রেলস্টেশন সংলগ্ন এলাকা জলমগ্ন।গতকাল রাত থেকে অঝোর ধারায় বৃষ্টিতে টিকিয়াপাড়া রেল লাইন জলমগ্ন হয়ে পড়েছে। ব্যাঘাত হয়েছে রেল চলাচল। জলে ডোবা রেললাইনের ওপর দিয়েই বিপজ্জনকভাবে ট্রেন চলাচল করছে।
RCB বনাম KKR ম্যাচ: হাসারাঙ্গা RCB লাইন-আপে স্থান পেতে পারে
আলিপুর আবহাওয়া দপ্তর এর তরফ থেকে জানানো হয়েছে পশ্চিমবঙ্গের ম্যাপের নিচে অবস্থানকারী জেলাগুলি হাওড়া , নদীয়া,উত্তর ও দক্ষিণ 24 পরগনায় দুদিন অতি ভারী বজ্র বিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা জারি করা হয়েছে। ইতিমধ্যেই রাজ্যের রাজধানী জলমগ্ন।
স্বামীকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার স্ত্রী ও শাশুড়ি
আগামী কাল ও বৃষ্টিপাতের আশংকা নিয়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এছাড়াও দুই মেদিনীপুর,বর্ধমান ওঝার গ্রামের ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজ্যের বৃষ্টিপাতের পরিমাণ অন্যান্য বছরগুলোর তুলনায় এবছর অনেকটা বেশি হওয়ায় খানিকটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সকলের কাছে।