স্কুল ও কলেজ পড়ুয়াদের প্রতিমাসেই টাকা দেবে রাজ্য, বড় ঘোষণা রাজ্য সরকারের


The-state-government-will-give-money-to-school-and-college-students-every-month-big-announcement-of-the-state-government

রিয়া গিরি : রাজ্যের সমস্ত পড়ুয়াকে বিবেকানন্দ স্কলারশিপ এর আওতায় প্রতিমাসেই টাকা দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য । সাধারণ শ্রেণীর পড়ুয়াদের জন্য এই বৃত্তি এবার থেকে মিলবে প্রতি মাসেই তাছাড়াও ইঞ্জিনিয়ারিং, মেডিকেল এবং বিভিন্ন প্রযুক্তিগত কোর্সের ছাত্র-ছাত্রীকে  এই বৃত্তের আয়তন ফেলা হবে।

সরকারি অনুদান অগ্রাহ্য করে সাধারণ ছেলেকে বিয়ে করলেন জাপানের রাজকুমারী

২০১৬ সালে বিবেকানন্দ স্কলারশিপ প্রকল্প শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে প্রকল্প মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৬০ শতাংশ নম্বর পাওয়া ছাত্র-ছাত্রীদের জন্য চালু করা হয়। আগে স্কলারশিপের জন্য ৭৫ শতাংশ নম্বর পেতে হত যা এখন ৬০ শতাংশ নম্বরের স্থির করেছেন রাজ্য সরকার। এ আগে  প্রকল্পেপ্রতিটি বর্ষে টাকা দিত রাজ্য সরকার যা এখন থেকে প্রতি মাসেই মিলবে।

SBI চালু করেছে নতুন নিয়ম; লাগু হবে অক্টোবর থেকেই

এছাড়াও রাজ্য সরকার রাজ্যের সমস্ত পড়ুয়াকে শিক্ষাগত দিক থেকে অনেক সুযোগ দেবে বলেছেন।এই প্রকল্পে যাদের পরিবারের বার্ষিক আয় আড়াই লাখ টাকা পর্যন্ত তারাই আবেদন করতে পারবে এবং এতে পড়ুয়ারা মাসিক এক হাজার থেকে আট হাজার টাকা করে পেতে পারেন।এমফিল বা পিএইচডি করার জন্য এই বৃদ্ধি পেতে পারবে পড়ুয়ারা। যা দিয়ে রাজ্যের সমস্ত পড়ুয়াদের  শিক্ষাগত কোনো আর্থিক অসুবিধা হবে না বলে মনে করেছেন রাজ্য সরকার।

Post a Comment

Previous Post Next Post