সময়ের আগেই মিলতে পারে দ্বিতীয় ডোজ, নির্দেশ হাইকোর্টের


The-second-dose-may-be-met-ahead-of-time-the-High-Court-said

রিয়া গিরি : সময়ের আগেই মিলতে পারে কভি শিল্ডের দ্বিতীয় ডোজ এর টিকা। দ্বিতীয় ডোজ এর টিকা নেওয়ার অনুমতি দিলো হাইকোর্ট। স্বাস্থ্য দপ্তরকে নির্দেশ দেওয়া হলো কো উইন পোর্টালে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে কর্মীদের টিকা দেওয়ার জন্য উপযুক্ত পদক্ষেপ করা হোক। দুটি ডোজের মধ্যে ব্যবধান ৮৪ দিনের। কিন্তু প্রয়োজন পড়লে তার আগেও টিকা নিতে পারবে বলে নির্দেশ দিলো হাইকোর্ট।

মৃত্যুর পর সিদ্ধার্থের সঙ্গে কথা বললেন স্টিভ

হাইকোর্টের বিচারপতি পি বি সুরেশ কুমার ঐদিন সংস্থার আবেদন মত  প্রথম ডোজের চার সপ্তাহ পরেই দ্বিতীয় ডোজ দেওয়ার অনুমতি দেওয়া হয়। সম্ভবত যারা কাজের প্রয়োজনে কিংবা শিক্ষার প্রয়োজনে বিদেশ যেতে চান তাদের ডোজ দেওয়া হবে না জানিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু দুটি সংস্থার কর্মীদের বিদেশ যাওয়ার জন্য  কোভি  সিল্ড দেওয়া হল না কেন!

KKR টিমে জায়গা করে নিল বসিরহাটের জিন্না

ওই দুই সংসদের তরফে বলা হয় কোভি শিল্ডের জন্য ৮৪ দিন অপেক্ষার নিয়মে তাদের কর্মীদের বিদেশ যাত্রা বিলম্বিত হচ্ছিল সেই কারণেই তারা আদালতের দ্বারস্থ হয়েছে। দুটি ডোজের মধ্যকার ব্যবধান ইতিমধ্যে বিস্তর টানা বহন হয়েছে।

The-second-dose-may-be-met-ahead-of-time-the-High-Court-said

The-second-dose-may-be-met-ahead-of-time-the-High-Court-said

The-second-dose-may-be-met-ahead-of-time-the-High-Court-said

The-second-dose-may-be-met-ahead-of-time-the-High-Court-said


Post a Comment

Previous Post Next Post