১০ হাজার টাকা পর্যন্ত কমলো সোনার দাম


অম্লিতা দাস: অনবরত কমছে সোনার দাম। পুজোর আগে বাঙালীর কাছে এ এক সুখবর। যদিও চলতি মাসে দু একদিন দাম একটু বাড়লেও সোমবার সোনার দাম দেশে হলুদ ধর্মের ধাতুর সর্বোচ্চ দামের চেয়ে দশ হাজার টাকা পর্যন্ত কম। সোমবার সোনার দাম হয়েছে ৪৮হাজার ৪৫০ টাকা। তবে এই দাম উৎসব মরশুমে আর বেশিদিন চলবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

পর পর দুইদিন বজ্রপাত সহ ভারী বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ

সোনার সাথে সঙ্গী হয়ে রুপোর দাম কমলেও সোমবার রুপোর দাম কমেনি বরং বেড়েছে। সোমবার কলকাতায় কেজি প্রতি রুপোর দাম ৬০হাজার ২৫০ টাকা। সোমবার কলকাতায় ১০গ্রাম ২৪ ক্যারাট সোমার দাম কমেছে ১৫০ টাকা এবং দাম এসে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৪৫ টাকা। আর দশ গ্রাম গয়নার সোনা অর্থাৎ ২২ ক্যারাটের দাম হয়েছে ৪হাজার ৫৭৫ টাকা।

ডাকাতির ছক বানচাল করতে সক্ষম হল গাইঘাটা থানার পুলিশ, গ্রেফতার ২ দুষ্কৃতী

পুজোর মরশুমে সোনার চাহিদা বাড়ছে মানুষের মধ্যে। চাহিদার সাথে সাথে দাম কমেছে এই ধাতুর। বিশেষজ্ঞরা মনে করছেন এখনই সোনা কেনার উপযুক্ত সময়।পরবর্তীকালে মানুষদের মধ্যে চাহিদা যদি ক্রমশ বাড়তেই থাকে তাহলে চাহিদার সাথে সাথে সোনার দাম বাড়ারও বেশ খানিকটা সম্ভাবনা থেকে যাচ্ছে।

Post a Comment

Previous Post Next Post