রিয়া গিরি : মেদিনীপুরে খাল পথে গরু পার করতে গিয়ে তলিয়ে গেল বৃদ্ধ। নদীর সাথে যুক্ত খালগুলি শুরু হলেও স্রোতের টান থাকে অনেক বেশি।প্রশাসনের তরফ থেকে কোনো সেতু নির্মাণ না থাকায় স্থানীয়রা এভাবেই খাল পথের গরু পারাপার করেন।কিন্তু এমন বিপদ ঘটবে বলে কখনো টের পাননি স্থানীয়রা।
সূত্রের খবর, পঞ্চানন পালই নামে বছর ৬২ র এক বৃদ্ধ। মেদিনীপুরের কেশিয়াড়ি বাঘাস্তি পঞ্চায়েতের গ্রামের ও বাসিন্দা।বৃদ্ধ একটি সরু খাল দিয়ে গরু পার করে পাশের জমিতে গরুদের নিয়ে যেতেন। খালটি সুবর্ণরেখা নদীর সাথে যুক্ত।
খালটি খরস্রোতা হওয়ায় পঞ্চানন বাবু জলের স্রুতে তলিয়ে যান বলে স্থানীয় সূত্রের দাবি। খাল পেরিয়ে অনেকেই গরু মাঠে নিয়ে যান কিন্তু আগে কখনো এরকম বিপদের খবর আসেনি। ঘটনাটিকে রীতিমতো ক্ষুব্দ গ্রামবাসী এবং প্রশাসনের কাছে খালের ওপর দিয়ে সেতু নির্মাণের দাবি জানিয়ে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।