রিয়া গিরি : করোণা ভ্যাকসিন নিতে গিয়ে শয্যাশায়ী হলো বছর ২২ এর এক যুবক। উত্তরপ্রদেশের ললিত পুরের ওই যুবক ভ্যাকসিন নিয়ে পক্ষাঘাত বা প্যারালিসিস-এ শয্যাশায়ী।চিকিৎসকদের অনুমান করোনা ভ্যাকসিন নেওয়ার সময় হাতের মধ্যে থেকে গিয়েই রোগী প্যারালাইসিসে শয্যাশায়ী ।
"হারানো পৃথিবী" থিম নিয়ে ধুপগুড়ির দুর্গোৎসব
সূত্রের খবর, রোগী ভ্যাকসিন নেওয়ার পরই তার শরীরে ক্রমশ অবনতি হতে থাকে।চিকিৎসকরা ব্যাপারটি বুঝতে পেরে তার হাতের মধ্যে থেকে ইনজেকশনের সূচ বের করে নিলেও রোগীর পরিস্থিতির উন্নতি হয়নি। একে একে করে পা ডান হাত সবকিছু অবশ হয়ে যেতে থাকে ।
GATE 2022 স্কোরের মাধ্যমে স্নাতক ইঞ্জিনিয়ার নিয়োগ করবে পাঁচটি PSU
বলুনি গ্রামের বাসিন্দা বছর বাইশের ইন্দ্রেশ আহিরওয়ার ৯ ই সেপ্টেম্বর গ্রামের স্কুলে টিকা শিবির থেকে কোভিড টিকার ডোজ নেন।কয়েক ঘণ্টার মধ্যেই লোকটির হাতে ফোসকা পড়ায় তাকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। পরে অবশ্য ইন্দ্রেশ জানায় ১৩ সেপ্টেম্বর থেকে তার শরীরের কিছু কিছু অংশ অসাড় হয়ে যেতে শুরু করে।
গাইঘাটার সাপের কামড়ে মৃত্যু হল ২৪ বছর যুবকের
শরীরের পরিস্থিতি দিনে দিনে খারাপ হয়ে যাওয়ায় চিকিৎসকরা সিটি স্ক্যান করে দেখতে পায় তার শরীরে এখনো পর্যন্ত ভ্যাকসিনের সুচ রয়ে গেছে। এরপরই তার শরীর থেকে সফলভাবে সুচ সরিয়ে ফেলে চিকিৎসকেরা। তবুও তাঁর শরীরের কোন উন্নতি হতে দেখা যায়নি একে একে করে অসাড় হয়ে যেতে থাকে শরীর।