রিয়া গিরি : সাত বছর আগে হারিয়ে যাওয়া পরশমণি ফিরে এলো বাড়িতে। পশ্চিম মেদিনীপুরের দাতুনের একটি স্বেচ্ছাসেবী হোম থেকে বাড়ি ফিরেছে হারিয়ে যাওয়ার ছোট্ট পরশমনি সিং মুর্মু। কিন্তু সেই হারিয়ে যাওয়া ছোট্ট মেয়েটি এখন অনেক বড় হয়েছে। বাবা-মা আশা ছেড়ে দিলেও শেষ পর্যন্ত নিজের বাড়িতে ফিরে এলো হারিয়ে যাওয়া মেয়ে।
বিশ্ব ভ্রমণের সফর শুরু করলেন দক্ষিণের বিখ্যাত এই অভিনেতা
সূত্রের খবর, মানসিকভাবে ভারসাম্যহীন বছর ১১ পরশমণি ২০১৪ বালী বালিচক স্টেশন থেকে ট্রেনে ভুল ওরে বর্ধমান চলে যায় পরে 'চাইল্ড লাইন' মানসিক ভারসাম্যহীন পরশমনি কে বর্ধমান স্টেশন থেকে উদ্ধার করে মেদিনীপুরের সরকার হোমে পাঠিয়ে দেয়। খোঁজ করার পরেও বাড়ির লোক তার কোন খবরই পাননি। পরে ২০২০ সালে তাকে দাঁতনের একটি বেসরকারি হোমে পাঠানো হয় আর সেখানেই তার মানসিক অবস্থার চিকিৎসা শুরু হয়। চিকিৎসায় মানসিক ভারসাম্যের কিছুটা উন্নতি হতে সে পরিবারের ব্যাপারে হোম কর্তৃপক্ষকে জানায়।
বিশ্ব ভ্রমণের সফর শুরু করলেন দক্ষিণের বিখ্যাত এই অভিনেতা
পরিবার তার আশার আশা ছেড়ে দিলেও পেশায় সাপুড়িয়া বাবার কথা ঠিক মনে পড়ে পরশমনির। বছর ১৮ র পরশমনি এখন বড় হয়ে গেছে।পরিবারের খোঁজ করে মেদিনীপুর জেলাশাসক পরশমনি কে তার নিজের পরিবারের হাতে তুলে দেয়। নিজের হারিয়ে যাওয়া মেয়েকে পেয়ে খুব খুশি পরশমনির মা বাবা।