ঈশিতা সাহা : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে(AITC) স্বাগতম জানিয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম koo (কু) -এর সিইও অপ্রামেয় রাধাকৃষ্ণ। ইতিমধ্যে এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হয়ে বাংলা ও ইংরেজি ভাষার মাধ্যমে koo তে নিজের অফিশিয়াল হ্যান্ডেল তৈরি করেছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (AITC)।
দুই ই-রিক্সা ইউনিয়নের অশান্তি নিয়ে চরম শোরগোল বনগাঁয়, অবরুদ্ধ বাটা মোড়
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (AITC) ছাড়াও, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ত্রিপুরা (@AITC4tripura) পাশাপাশি পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদ (@WBTMCPofficial)-এও koo তে যোগদান করেছে। এই প্লাটফর্মে @AITCOfficial- মাধ্যমে বাংলা ও ত্রিপুরার সম্পর্কিত সমস্ত তথ্য প্রকাশ করা হবে।
এই মুহূর্তে koo (কু) তে মোট আটটি ভাষার উপলব্ধি রয়েছে। যার ফলে পশ্চিমবঙ্গ সহ ত্রিপুরার মানুষজন নিজ ভাষায় সহজে কথোপকথন করতে পারছেন। ইতিমধ্যে koo(কু) প্ল্যাটফর্মের ডাউনলোডার এক কোটিরও বেশি।
বড় ঘোষণা! টানা ১৬ দিন পুজোর ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা, ফুরসত মিলবে নভেম্বরেও
এখান থেকে রাজনৈতিক নেতা, সেলিব্রিটি সংক্রান্ত আপডেটের পাশাপাশি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (AITC)-এর প্রতিদিনের নিয়মিত আপডেট জনগনরা পাবেন।এদিকে অপ্রানেয় রাধাকৃষ্ণ koo-এর পক্ষ থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যোগদানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।