মনুষত্বহীনতার পরিচয়! স্ত্রীর আত্মহত্যা চলাকালীন না বাঁচিয়ে ভিডিও করলেন স্বামী

The-identity-of-inhumanity-The-husband-made-a-video-without-saving-his-wife's-suicide


ঈশিতা সাহা: অমানবিকতা শব্দটিও যেন কম পড়ে। স্ত্রী আত্মহত্যা করতে যাচ্ছেন, তা নিয়ে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই স্বামীর। উল্টো ঘটনাটির ভিডিও করে, উৎসাহ দিচ্ছেন আত্মহত্যার জন্য।ঘটনাটি অন্ধপ্রদেশের নেল্লোর জেলার আত্মাকুর শহরে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় মর্মান্তিক ভিডিওটি।

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম কোন্দাম্মা(৩১)। স্বামীর এম পেঞ্চলাইয়া। ধৃত ব্যক্তি ওই এলাকার বেসরকারি ব্যাংকের এটিএম  নিরাপত্তা রক্ষার কর্মী। এদিনের এই ঘটনায় ভিডিওতে দেখা যাচ্ছে, স্ত্রী (কোন্দাম্মা) ঘরের সিলিং ফ্যানে কাপর ঝুলিয়েছেন। আর তারপর গলায় ফাঁস লাগাচ্ছেন। এদিকে সম্পূর্ণ ঘটনার ভিডিও করছেন স্বামী (পেঞ্চলাইয়া)। শুধু তাই নয় আত্মহত্যার জন্য উৎসাহ দিচ্ছেন স্ত্রীকে। এরপর ওই ব্যক্তি নিজেই স্ত্রীর আত্মহত্যার ভিডিও শ্বশুরবাড়িতে পাঠান। এমনকি সোশ্যাল মিডিয়াতেও প্রকাশ করেন। ভিডিও দেখে তৎক্ষণাৎ কোন্দাম্মার পরিবারের লোক পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। সেই ভিত্তিতে এম পেঞ্চালাইয়াকে গ্রেপ্তার করেন পুলিশ।

Post a Comment

Previous Post Next Post