রিয়া গিরি : মাত্র এক মাসের শিশুকে বুকের দুধ খাওয়াতে গিয়ে শিশুর মুখে ঢুকে গেল আলগা ব্লাউজের হুক। হুক খাদ্যনালীতে পৌছতেই একটানা বমি করতে শুরু করল এক মাসের শিশু।পরে তড়িঘড়ি করে কলকাতা মেডিকেল কলেজে আনা হয় এক মাসের শিশুকে।
ফের চিড়িয়াখানায় করোনার থাবা! আক্রান্ত ১৩ টি গরিলা
শনিবার পূর্ব মেদিনীপুর তমলুক এর বাসিন্দা এক মাসের শিশুকন্যাটিকে তার মা বুকের দুধ খাওয়াচ্ছিল আর তাতেই ঘটল বিপদ। প্রথমে ব্যাপারটা বুঝতে না পারলেও পরে ব্লাউজের হুক না দেখে সেই মহিলা ব্যাপারটি বুঝতে পারেন। এক মুহূর্ত দেরি না করেই কলকাতা মেডিকেল কলেজের নিয়ে আসা হয় শিশুটিকে।
নিখোঁজ ব্যবসায়ীর ঝুলন্ত দেহ উদ্ধার
কেয়ার ইউনিটের সমস্যা থাকায় পরে নিয়ে আসা হয় এসএসকেএমে। গলা আর পাকস্থলীর সাথে যুক্ত ইউটিউব কাকে বলে ইসোফেগাস আর সেখানেই আটকে ছিল হুক টি। টানা আধ ঘণ্টার চেষ্টায় নল ঢুকিয়ে সেটি বের করা হলো। প্রাণ ফিরে পেল একমাসের সেই শিশু।
সিরিজ ২-১ না ২-২? ICC-কে সিদ্ধান্ত নিতে বলল ECB
মা সহ পরিবারের লোকজন কি ভাষায় ধন্যবাদ জানাবেন চিকিৎসকদের তা বুঝে উঠতে পারছেন না। চিকিৎসকদের টিমে ছিল ডক্টর সোমা মন্ডল ডক্টর সন্দীপ নস্কর ডাক্তার কাওছার আহমেদ এবং ডক্টর তুষার।শিশুটি আপাতত অসুস্থ রয়েছে এবং পর্যবেক্ষণ করে একদিন পর তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পিজি হাসপাতালের নাক কান গলা বিভাগ।