সোমনাথ দাস : বিজেপি’র মন্ডল সভাপতির ভাড়াবাড়িতে মধুচক্রের আসরের সন্ধান পেল পুলিশ। ঘটনাস্থল থেকে গ্রেপ্তার এক যুবতী ও দুই ব্যক্তি। পলাতক অভিযুক্ত বিজেপি নেতা বিশ্বজিৎ ঘোষ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা থানার রামপুর এলাকায়।
চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকার প্রতারণা, ধৃত অভিযুক্ত
সুত্রে খবর, রবিবার
গোপন সূত্রে খবর পেয়ে
গাইঘাটা বিজেপির মন্ডল সভাপতি বিশ্বজিৎ
ঘোষের ভাড়া বাড়িতে হানা
দিয়ে দুই যুবক ও এক যুবতীকে অপ্রীতিকর
অবস্থায় আটক করে গাইঘাটা
থানার পুলিশ । ধৃতদের বাড়ি গাইঘাটা ও হালিশহর এলাকায়। এছাড়াও
তদন্তে নেমে পুলিশ আরও
জানতে পারে, দীর্ঘদিন ধরে বিজেপির মন্ডল
সভাপতি তার ওই ভাড়া দেওয়া বাড়িতে মধুচক্রের
আসর চলছিল।
এবার পুরোনো ছবি পাল্টে ফেলুন নিজের আধার কার্ড থেকে
এদিন বাড়ির মালিক বিশ্বজিৎ দাসের বিরুদ্ধে সুয়োমোটো মামলা শুরু করে গাইঘাটা থানার পুলিশ । তবে মন্ডল সভাপতি বিশ্বজিৎ ঘোষ এখনও পলাতক। ধৃতদের সোমবার বনগাঁ মহকুমা আদালতে পাঠায় পুলিশ।আদালত ধৃতদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
এবিষয়ে তৃণমূলের
বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি আলোরাণী সরকার বলেন, তাদের দুর্নীতির জন্যই সাধারন মানুষ
দলে দলে তৃণমূলের ছাতার তলায় চলে আসছে। এই মধুচক্রের বিষয়ে পুলিশ যথাযথ পদক্ষেপ নিয়েছে।
বলিউডের স্থান পেতে চলছে রানাঘাটের রানুদির বায়োপিক! বিশেষ চরিত্রে থাকছেন হিমেশ রেশামিয়া
অন্যদিকে, বনগাঁ
সাংগঠনিক জেলার সহসভাপতি জ্ঞান প্রকাশ ঘোষ বলেন, এটা সম্পূর্ণ অপপ্রচার। আমাদের সভাপতিকে
সমস্যায় ফেলার জন্য তৃণমূল এই অপপ্রচার করছে। পুলিশ গ্রেপ্তার করেছে, কিছু ঘটনা হয়ত
ঘটেছে, আমরা এবিষয়ে কিছু জানি না। কেস হয়েছে, আদালতে বিচার হবে।