সোমনাথ দাস : দু দিন নিখোঁজ থাকার পর ব্যবসায়ীর ঝুলন্ত দেহ উদ্ধার হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো গাইঘাটা থানা এলাকায়। মৃতের পরিবারের দাবি, তাকে খুন করা হয়েছে। মৃত ব্যক্তির নাম নিতাই দাস (৫৫)। তার বাড়ি গাইঘাটা থানার ছেকাটি এলাকায়। তিনি কুটিয়ালের কাজ করতেন বলে পারিবারিক সুত্রে জানা গিয়েছে।
ফের চিড়িয়াখানায় করোনার থাবা! আক্রান্ত ১৩ টি গরিলা
পুলিশ সুত্রে খবর, গাইঘাটা থানার দেবীপুর এলাকায় রেল লাইনের ধারে একটি এলাকা থেকে তাঁর আংশিক ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, তিনি আত্মহত্যা করে থাকতে পারেন । মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
ব্যবসা উঠেছে লাটে! রাজ্যজুড়ে এদিনে ধর্মঘটের ডাক ডেকোরেটর সমিতির
পুলিশ পরিবারের লোকেরা জানিয়েছেন, শনিবার সকালে মৃত ওই ব্যবসায়ী কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। দুপুরে তিনি শেষবার ফোন করে তিনি জানিয়েছিলেন বাড়ি ফিরছেন। কিন্তু আর ফেরেননি। তার হঠাৎ করে নিখোঁজ হয়ে যাওয়ায় চিন্তিত হয়ে পড়েন পরবারের লোকেরা। অনেক খোঁজাখুঁজির পরেও তাঁর কোনও সন্ধান না মেলায় পরিবারের পক্ষ থেকে গাইঘাটা থানায় বিষয়টি জানানো হয়।
বিজেপি নেতা খুনের তদন্ত করছে না পুলিশ : অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রীর
রবিবার বিকেলে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে গাইঘাটা থানার পুলিশ । পরিবারের দাবি, নিতাই বাবুর কাছে ব্যবসায়ের খাতাপত্র ও কালেকশনের টাকা ছিল। সেগুলি তারা কিছুই পাননি। তাদের অনুমান খুন করে দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। ময়নাতদন্তের রিপোর্টে যদি দেখা যায়, আত্মহত্যা নয়, তাঁকে খুন করা হয়েছে, তখন সেই অনুযায়ী পুলিশ আইনি পদক্ষেপ করবে বলে জানা গেছে।