পার্টি অফিস উচ্ছেদ করতে রেল পুলিশকে বাধা তৃণমূলের

The-grassroots-obstructed-the-railway-police-to-evict-the-party-office


সার্বভৌম সমাচার : রেল সংলগ্ন জমিতে থাকা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসকে উচ্ছেদ করতে এসে বিপাকে রেল পুলিশ। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণা জেলার নৈহাটি স্টেশন চত্বরে। রেল পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরে নৈহাটি স্টেশন সংলগ্ন জমিতে নৈহাটি শহর তৃণমূল কংগ্রেসের অফিস ছিল। সরকারি জমি হওয়ায় পার্টি অফিসকে উচ্ছেদ করতে আসলে স্থানীয় তৃণমূল নেতৃত্ব এবং অসংখ্য তৃণমূল কর্মীদের বাধার মুখে পড়ে শেষ পর্যন্ত পিছু হাটতে হয় রেল আধিকারিক ও রেল পুলিশের বিশাল বাহিনীকে। 

পুজোর পরেই খুলছে কলেজ, বিশ্ববিদ্যালয়, নির্দেশিকা রাজ্যের

তৃণমূল নেতৃত্বের অভিযোগ, "কেন্দ্রীয় নেতৃত্বকে হাতিয়ার করে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং চক্রান্ত করে এই উচ্ছেদ অভিযান সংগঠিত করেছেন। তবে এই পার্টি অফিস কোনো ভাবেই উচ্ছেদ করা হবে না। এখান থেকে সাধারন মানুষের জন্য কাজ করা হয়।





Post a Comment

Previous Post Next Post