বিদ্যুৎ সংযোগ বন্ধ করে পঞ্চায়েত সদস্যার দাদাগিরি

The-grandfather-of-the-panchayat-member-cut-off-the-electricity-connection


সার্বভৌম সমাচার : বনগাঁ গোপাল নগর থানা এলাকায় পঞ্চায়েত সদস্যের বাড়িতে বিদ্যুৎ না থাকায় এলাকার ট্রান্সফরমারে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। নিজের বাড়িতে বিদ্যুৎ না থাকায় বিস্তীর্ণ এলাকায় অন্ধকার করে রাখল তৃণমূল নেতা। স্থানীয় পঞ্চায়েত সদস্য এক তৃণমূল নেতার বিরুদ্ধে ক্ষুব্দ গোপালনগর থানার নতুনগ্রাম সুভাষিনী বিদ্যালয় এর আশেপাশের স্থানীয় বাসিন্দারা।

দেশজুড়ে ধর্মান্তকরণ চক্র চালানোর অভিযোগে গ্রেফতার মাওলানা কালিম সিদ্দিকী

সূত্রের খবর, স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়িতে বেশ কয়েক দিন বিদ্যুৎ না থাকায় মঙ্গলবার ক্ষুব্দ হয়ে স্থানীয় ট্রান্সফরমেশনের তালা লাগিয়ে দিলেন তিনি। গোপালনগর থানার নতুনগ্রাম সুভাষিনী বিদ্যালয় আশেপাশের বিস্তীর্ণ অঞ্চল মঙ্গলবার বিকেল থেকে বিদ্যুৎহীন হয়ে রইল। সেই প্রসঙ্গে ক্ষুব্দ গ্রামের বাসিন্দারা। তাদের অভিযোগ ওই ব্যক্তি গোপালনগর ২ পঞ্চায়েতের সদস্য।নিজের বাড়িতে বিদ্যুৎ না থাকায় ক্ষুব্ধ হয়ে ই ট্রান্সফরমারে তালা লাগিয়ে দিয়েছেন তিনি।স্থানীয়রা ক্ষুব্দ হয়ে গোপাল নগর থানায় গিয়ে লিখিত ডায়েরি করেন কাজল মন্ডল নামে অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে।

হেলমেট ও মাক্স পরা পথচারীদের হাতে তুলে দেওয়া হলো পোস্তর প্যাকেট

ঘটনাস্থলে পুলিশ এলে ও কোন লাভ হয়নি। স্থানীয়দের অভিযোগ পুলিশরা তৃণমূল মেম্বারদের তরফদারি করছে। ফলস্বরূপ পুলিশ ঘটনাস্থলে এসে ও বিদ্যুৎ চালু করতে ব্যর্থ হয়। স্থানীয়রা বেআইনিভাবে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়ায় পঞ্চায়েত সদস্যের শাস্তির দাবি করে। যদিও পরে পঞ্চায়েত সদস্য ওই মহিলা কোনো বক্তব্য দিতে অস্বীকার করেন। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখালে রাতে ওই এলাকায় সাংবাদিকরা যাওয়ার পর তাদের মারধর করে ও ক্যামেরা ভেঙে দেওয়ার হুমকি দেয় তৃণমূল নেত্রীর অনুগামীরা।

Post a Comment

Previous Post Next Post