সরকার ঘোষণা করল তালেবান! বিশ্ব সেরা আত্মঘাতী বোমারু প্রশিক্ষকই এখন আফগানিস্তানের প্রধানমন্ত্রী

The-government-announced-the-Taliban-The-world's-best-suicide-bomber-trainer-is-now-the-Prime-Minister-of-Afghanistan


ওয়েবডেস্ক : এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় খবর হল তালেবান আফগানিস্তানে তাদের সরকারের ঘোষণা দিয়েছে। আর তালেবানদের এই সরকার গঠনের মধ্যেই রয়েছে ট্র্যাজেডি, কমেডি আর সারপ্রাইজ।আশ্চর্যের বিষয় হল এই তালিবান সরকারের প্রধানমন্ত্রী হবেন একজন আন্তর্জাতিক সন্ত্রাসী মোল্লা হাসান আখুন্দ।

পর্ণগ্রাফি দর্শকদের তালিকায় সবার ওপরে তালিবানরা

তালিবান আফগানিস্তান দখলের পর থেকেই প্রধানমন্ত্রী হিসেবে মোল্লা বড়দারের নাম বিশ্বব্যাপী মিডিয়ায় ছড়িয়েছিল। কিন্তু সমস্ত আশায় জল ঢেলে অবশেষে আফগানিস্তানের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন মোল্লা হাসান আখুন্দ। অর্থাৎ তালেবান গোটা বিশ্বকে এমনটাই বলতে চাইছে যে, আফগানিস্তানে সন্ত্রাসীদের সরকার চলবে এবং এখন থেকে খোলাখুলিভাবে বন্দুকের জোরেই সন্ত্রাসীদের সরকার চালাবে আন্তর্জাতিক সন্ত্রাসীরা। যা পৃথিবীর জন্য সত্যিই খুবই বিপজ্জনক বিষয়।


তবে সব থেকে বড় মজার বিষয় হল এই যে, এখন কিছুদিনের মধ্যেই আপনি আফগানিস্তানের এই সন্ত্রাসীদের সঙ্গে হোয়াইট হাউসে বসে জো বাইডেনের সাথে যৌথ সংবাদ সম্মেলন করে সারা বিশ্বে শান্তি ও উন্নয়নের কথা বলতে দেখবেন। অর্থাৎ আফগানিস্তানে এমন একজন প্রধানমন্ত্রী হবেন, যিনি বোরকা না পরার জন্য মহিলাদের বেত্রাঘাতের শাস্তি দেন। যিনি সিরাজউদ্দিন হাক্কিনের মতো একজন সুইসাইড বোম্বার প্রস্তুত করেন, তিনি কিনা প্রধানমন্ত্রী হবেন। এর চেয়ে বড় খারাপ রসিকতা আর কি হতে পারে।

এবারে জেনেনিন আফগানিস্তানের সরকারে দ্বায়িত্বে আসা সন্ত্রাসী মন্ত্রীদের জীবনবৃত্তান্ত

আফগানিস্তানের যিনি প্রধানমন্ত্রী হচ্ছে তার পুরো নাম মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ। তিনি আফগানিস্তানের হাসান আখুন্দ শরিয়া আইনের কট্টর সমর্থক। এর ভূমিকা তালেবানদের অন্যতম প্রতিষ্ঠাতা। ইসলামের একজন পণ্ডিত হিসেবে বিবেচিত এবং শরিয়া আইনের কট্টর সমর্থক। বোমা বিস্ফোরণের মাধ্যমে জিহাদ ছড়িয়ে দেওয়ার প্রশিক্ষণও দিয়ে চলেছেন। তালেবানের প্রথম সরকারেও কাজ করেছেন। তার আন্তর্জাতিক সন্ত্রাসী হওয়ার সম্পূর্ণ অভিজ্ঞতা আছে। সব থেকে বড় কথা তিনি জাতিসংঘের ঘোষিত সন্ত্রাসীদের তালিকায় অন্তর্ভুক্ত। জিহাদি হামলার নেতৃত্ব দিয়েছে এবং হাজার হাজার সন্ত্রাসীকে আত্মঘাতী বোমারু বানানোর অভিজ্ঞতাও রয়েছে তার। এর শখ হল বোমা হামলার পরিকল্পনা করা, সুন্নি ইসলামের কট্টর বিশ্বাস প্রচার করা এবং সন্ত্রাসবাদের নামে বিশ্বজুড়ে জিহাদ করা। আর এই সমস্ত কারনেই মোল্লা আখুন্দ আজ আফগানিস্তানের প্রধানমন্ত্রী।

নতুন সাংগঠনিক জেলার সভাপতির হাত ধরে শতাধিক কর্মী সমর্থক বিজেপি থেকে যোগ দিল তৃণমূলে

মোল্লা হাসানের সরকারে উপ-প্রধানমন্ত্রী করা হল মোল্লা বড়দাকে। মোল্লা বড়দার পুরো নাম মোল্লা আব্দুল গণি বড়দার। তিনি তালেবানদের অন্যতম প্রতিষ্ঠাতা এবং তালেবানদের সন্ত্রাসী কর্মকাণ্ডকে রাজনৈতিকভাবে সমর্থন করেন। তিনি আট বছর ধরে পাকিস্তানে বন্দী। তিনি প্রথম তালেবান সরকারের উপ -পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। আত্মঘাতী হামলা চালাতে পারদর্শী। এ পর্যন্ত অনেক সন্ত্রাসী সুইসাইড জ্যাকেট পরে আক্রমণ করেছে। বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সন্ত্রাসীদের মধ্যে একজন। এমনকি সমগ্র বিশ্বে ইসলামের শাসন প্রতিষ্ঠা করাও এর অন্যতম প্রধান উদ্দেশ্য।

অক্সিজেন প্লান্ট এর উদ্বোধন হলো বারাসাত হসপিটালে

তবে  তালিবানের সরকার গঠনের প্রথমেই খবর ছিল যে মোল্লা হাসানের বদলে তাকে প্রধানমন্ত্রী করা হচ্ছে। কিন্তু দুটি কারণে তা হয়নি। প্রথম কারণ ছিল তালেবানের মধ্যে তার সম্পর্কে একটা ধারণা ছিল যে তিনি আমেরিকার খুব কাছাকাছি এবং তার পেছনে দ্বিতীয় কারণ ছিল পাকিস্তান। এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান চেয়েছিল তালেবান সরকারের নেতৃত্ব এমন একজন নেতার সঙ্গে থাকুক। যা কেউ দেখেনি এবং যে আন্তর্জাতিক চাপে থাকবে না। অথচ মোল্লা বড়দার এই দুটি শর্তের কোনটাই পূর্ণ হয়নি; সম্ভবত সে কারণেই তাকে প্রধান করা হয়নি। 

নাম ওঠার পরেও ভর্তি প্রত্যাহার, বিক্ষোভ তুঙ্গে

অন্যদিকে, আফগানিস্তানে মোল্লা বড়দার ছাড়াও উপ -প্রধানমন্ত্রী হবেন মোল্লা আবদুল সালাম হানাফি। অর্থাৎ সরকারে দুজন উপ -প্রধানমন্ত্রী থাকবেন। যার পরিচয় আরও ভয়ানক। মোল্লা আবদুল সালাম হানাফি গত বছর যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে দোহা শান্তি চুক্তিতে জড়িত ছিলেন। এমনকি সোমবার সকালে আফগানিস্তানে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে দেখাও করেছেন। অর্থাৎ তালেবান সরকারের সঙ্গে চীনের সমজোতার যোগসুত্র বুঝতেই পারবেন।

বাড়ি বিক্রি করতে গিয়ে প্রতারকের ফাঁদে বৃদ্ধ, খোয়া গেল লক্ষাধিক টাকা

হাক্কানি নেটওয়ার্কের প্রধান সিরাজউদ্দিন হাক্কানিকে তালেবান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী করা হচ্ছে। যেখানে স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ হলো দেশের অভ্যন্তরীণ শান্তি প্রতিষ্ঠা করা। সেখানে সিরাজউদ্দিন হাক্কানি গত ২৫ বছর ধরে আফগানিস্তানের অভ্যন্তরীণ অস্থিরতার সবচেয়ে বড় কারণ। অথচ, হাক্কানিকে স্বরাষ্ট্রমন্ত্রী বানানো কমেডির চেয়ে কম নয়।

দীর্ঘ চার মাস পর ফের অসম-বাংলা পথে যান চলাচল

যুক্তরাষ্ট্রের মনোনীত আন্তর্জাতিক সন্ত্রাসীদের তালিকায় অন্যতম সিরাজউদ্দিন হাক্কানিও। আমেরিকা তার উপর ৫ মিলিয়ন ডলার অর্থাৎ ৩৮ কোটি টাকা পুরস্কার রেখেছে। এমন একজন ভয়ঙ্কর স্বরাষ্ট্রমন্ত্রী আপনি পৃথিবীর কোথাও দেখেননি। সম্প্রতি হাক্কানিকে নিয়ে দ্য নিউইয়র্ক টাইমে একটি নিবন্ধও লেখা হয়েছে। অন্যদিকে আফগানিস্তানের নতুন প্রতিরক্ষামন্ত্রী হচ্ছেন মোল্লা ইয়াকুব। তিনি মোল্লা উমরের পুত্র। যিনি ছিলেন প্রথম তালেবান সরকারের অন্যতম প্রধান এবং প্রধান প্রতিষ্ঠাতা। তিনি আফগানিস্তানের একজন বড় সন্ত্রাসী হিসাবে পরিচিত।

ফের রাষ্ট্রপতি পুরস্কারে নাম উঠেছে চা বাগান শিক্ষিকার

এছাড়াও আমির খান মুত্তাকি হচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী। মুত্তাকিকে তালিবানের সবচেয়ে বিপজ্জনক সন্ত্রাসীদের মধ্যে গণ্য করা হয়। খায়রুল্লাহ খায়রাখওয়াহ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হবেন। যিনি মার্কিন কারাগারে ১২ বছর কাটিয়েছে। যিনি এখন হোয়াইট হাউসে বসে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলন করবেন। এখন কল্পনা করুন একজন সন্ত্রাসী আফগানিস্তানের বৈদেশিক বিষয় দেখবে। এমনকি বিশ্ব টেবিলে বসে এই সন্ত্রাসীই আবার সাথে চুক্তি স্বাক্ষর করবে।

পড়ুয়াদের জন্য সুখবর! অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে ট্যাবের ১০ হাজার টাকা

বিচারমন্ত্রী হবেন মৌলবাদী আবদুল হাকিম। যিনি এখনও পর্যন্ত লক্ষ লক্ষ মানুষকে মৌলবাদী করেছে। যাকে শরিয়া আইনের সবচেয়ে বড় সমর্থক হিসেবে বিবেচিত করা হয়। একবার ভাবুন আফগানিস্তানের জনগণের প্রতি কিভাবে ন্যায়বিচার করা হবে যখন এই ধরনের সন্ত্রাসী বিচারমন্ত্রী হবে। অন্যদিকে সন্ত্রাসীদের অস্ত্র বিক্রয়ের জন্য সহযোগী হিসাবে অন্যতম পরিচিত মুখ মোল্লা হিদায়াত বদরীকে করা হয়েছে অর্থমন্ত্রী, যিনি নাকি এতদিন তালিবান অর্থায়নের হিসাব রেখেছেন।

ক্ষুব্ধ সলমন; বন্ধ করলেন 'সেলমন ভোই'

শের মোহাম্মদ আব্বাস স্টানাকজাই হবেন উপ -পররাষ্ট্রমন্ত্রী। তিনি ১৯৮২ সালে দেরাদুনের মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণ নিয়েছেন এবং তালেবানের পাশাপাশি মুজাহিদিন সংগঠনের সাথে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। স্টঙ্কজাই সম্প্রতি দোহায় ভারতীয় দূতাবাসের সঙ্গে দেখাও করেছিলেন।

The-government-announced-the-Taliban-The-world's-best-suicide-bomber-trainer-is-now-the-Prime-Minister-of-Afghanistan

The-government-announced-the-Taliban-The-world's-best-suicide-bomber-trainer-is-now-the-Prime-Minister-of-Afghanistan

The-government-announced-the-Taliban-The-world's-best-suicide-bomber-trainer-is-now-the-Prime-Minister-of-Afghanistan

The-government-announced-the-Taliban-The-world's-best-suicide-bomber-trainer-is-now-the-Prime-Minister-of-Afghanistan

The-government-announced-the-Taliban-The-world's-best-suicide-bomber-trainer-is-now-the-Prime-Minister-of-Afghanistan

*** সংবাদটি গুগুল থেকে সংগৃহীত

Post a Comment

Previous Post Next Post