হঠাৎ ভেঙে পড়ল মুম্বাইয়ের চলতিপথে নির্মীয়মাণ উড়ালপুল, আহত শ্রমিক ১৪

 

The-flyover-under-construction-in-Mumbai-suddenly-collapsed-injuring-14-workers

ঈশিতা সাহা : শুক্রবার ভোর ৪.৩০ টা নাগাদ হঠাৎই হুরমুড়িয়ে ভেঙে পড়ল মুম্বাইয়ের নির্মীয়মান উড়ালপুলের একাধিক অংশ। সূত্রে খবর, দুর্ঘটনায় ১৪ জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। ইতিমধ্যে তাদের নিকটবর্তী ভি এন দেশাই হাসপাতালে স্থানান্তর করেছে পুলিশ।

মুখ্যমন্ত্রীর জয়লাভ এবং তাঁর সুস্থতা কামনায় হোম যজ্ঞে শামিল মহিলা তৃণমূল কর্মীরা

আচমকা উড়ালপুল ভঙ্গের ঘটনাটি মুম্বাই সান্তাক্রুজ-চেম্বুর লিংক রোড সংলগ্ন বান্দ্রা কুরলা কমপ্লেক্স- নিকটে। দুর্ঘটনার প্রসঙ্গে ওই এলাকার পুলিশ কমিশনার মঞ্জুনাথ সিংঘ জানিয়েছেন, ভোররাতে দুর্ঘটনাটি হওয়ার কারণে কোনরকম মৃত্যু সংবাদ উঠে আসেনি। তবে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে সিটি পুলিশ ও দমকল বাহিনী আহত কর্মীদের উদ্ধারে সফল হয়েছেন।

টালিগঞ্জ-দমদম রুটে ফিরছে মেট্রো

 মুম্বাইয়ের বিপর্যয় মোকাবিলা টিম এর তরফ থেকে জানানো হয়েছে, মুম্বাই মেট্রোপলিটন রিজিওন ডেভেলপমেন্ট অথরিটি এই উড়ালটির নির্মাণ কাজের দায়িত্বে। তবে ভোররাতের এই ঘটনার পর এখনো পর্যন্ত সংস্থার তরফ থেকে কোনো মন্তব্য প্রকাশ্যে আসেনি।


Post a Comment

Previous Post Next Post