ঈশিতা সাহা: 'মিনি টর্নেডো' বিষয়টি নতুন কিছু নয়। ঘূর্ণিঝড় ইয়াশের আগেও উত্তর ২৪ পরগনায় হালিশহর, হুগলি ব্যান্ডেলে মাত্র কয়েক মিনিটের ঝড়ে বিধ্বস্ত অবস্থা হয়েছিল। ফের মঙ্গলবার এমনই এক ভয়ানক টর্নেডো মুখে পড়ে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার মিনাখার সালিপুর গ্রাম পঞ্চায়েতের তালবেড়িয়া গ্রাম।
সব ধরনের ক্রিকেট জগৎ থেকে বিদায় জানালেন শ্রীলংকার কিংবদন্তি মালিঙ্গা
মাত্র মিনিট দুয়েক সময় ধরে চলেছিল এই বিধ্বংসী খেলা। আর তাতেই লন্ডভন্ড হয়ে গেল গোটা গ্রাম। গাছগুলি দুমড়ে-মুচড়ে পড়ে রয়েছে রাস্তায়। কারো বাড়ির চাল উড়ে গেছে আবার কোথাও উপরে পড়েছে বিদ্যুৎ খুঁটি। গ্রামবাসীরা জানান, 'এ দিনে হঠাৎ করে শো শো আওয়াজ শুনতে পাই। তবে কিছু বুঝবার আগেই চোখের পলকে ঘূর্ণি ঝড়ের দাপটে উল্টে গেল সব বাড়ি ঘর। এমন অপ্রত্যাশিত সবাই কেমন ভ্যাবাচ্যাকা খেয়ে গিয়েছিলাম'।
নিখোঁজ ব্যবসায়ীর ঝুলন্ত দেহ উদ্ধার
পরিস্থিতি খবর পেয়ে হাড়োয়ার ভিডিও সমীর রঞ্জন মান্না এবং হাড়োয়া থানার পুলিশ আধিকারিকরা এলাকা পরিদর্শনে আসেন। ক্ষতিগ্রস্ত বাড়িঘর কৃষিজমি খতিয়ে দেখলেও সঠিক ভাবে ক্ষতির পরিমাণ আন্দাজ করতে পারেনি প্রশাসনিক অধিকারিকরা। তবে জানা গিয়েছে, ঘটনায় বেশ কিছু গ্রামবাসীর আহত হয়েছে। ইতিমধ্যে তাদেরকে চিকিৎসার জন্য হাড়োয়া গ্রাম হাসপাতালে ভর্তি করানো হয়েছে।