রিয়া গিরি : ভোট-পরবর্তী হিংসার মামলা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে অনেক আগেই। তার মধ্যেই ভবানীপুর কেন্দ্র সহ মুর্শিদাবাদের দুটি জায়গার উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। সূত্রের খবর, ৩০ শে সেপ্টেম্বর ভবানীপুর কেন্দ্রে উপ নির্বাচন হবে এবং ভোট গণনা হবে ৩ অক্টোবর। ভবানীপুরের পাশাপাশি মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরে ভোট গণনা হবে আগামী ৩ অক্টোবর।
কাবুল বিমানবন্দরে লাইন দিয়ে দাড়িয়ে মেয়েদের বিয়ে দিচ্ছেন আফগান বাবারা
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৩ সেপ্টেম্বর এবং ১৬ তারিখ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ৬-১৩ সেপ্টেম্বরের মধ্যেই মনোনয়নপত্র জমা দিতে হবে বলে জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশন। শাসকদলের তরফ থেকে শোনা যাচ্ছে ভবানীপুর কেন্দ্রে তৃণমূলের প্রতীকে লড়াই করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ভারতবর্ষের এই মন্দিরে মিলছে পাপমুক্তির সার্টিফিকেট
২০২১ সালে বিধানসভা ভোটে ভবানীপুর কেন্দ্রে জয়ী হয়েছিলেন শোভন দেব চট্টোপাধ্যায়। BJP পার্থী রুদ্রনীল ঘোষ কে তিনি প্রায় ৫০ হাজারেরও বেশি ভোটে হারিয়ে ছিলেন কিন্তু পরে বিধানসভায় স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। যদিও মুর্শিদাবাদের জঙ্গিপুর এবং সামসেরগঞ্জ এর প্রার্থীর নাম এখনো পর্যন্ত ঘোষণা হয়নি।