জল জমা সড়কে যাত্রীসহ তলিয়ে গেল বাস

The-bus-sank-with-its-passengers-on-the-waterlogged-road

রিয়া গিরি : দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে নিম্নচাপের জেরে টানা বৃষ্টিপাত দেখা যাচ্ছে।শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় এ বছর সারা দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যার মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়াও মহারাষ্ট্র, রাজস্থান, গুজরাটের মত জেলাগুলোর বেহাল অবস্থা। মহারাষ্ট্রের নাগপুর রুটের একটি বাস জমে থাকা রাস্তার জলে তলিয়ে যেতে দেখা গেল। ঘটনাটি চাঞ্চল্য সৃষ্টি করেছে এলাকায়।

মাত্র আট টিকিটে কোটিপতি দেগঙ্গার দিনমজুর

সূত্রের খবর, দীর্ঘ কয়েক দিনে নিম্নচাপের জেরে মহারাষ্ট্রের বেশ কয়েকটি জায়গার সড়কপথ গুলি প্রায় জলমগ্ন। সেই জল জমা সড়কপথে মহারাষ্ট্রের স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন এর বাস তলিয়ে গেল। সড়কে জলের টান বেশি থাকায় যাত্রীসহ বাস তলিয়ে গেল সেই সড়কে।

আচমকাই দুষ্কৃতীর গুলিতে স্তব্ধ বনগাঁ সুভাষ পল্লী এলাকা

বাসের মধ্যে মোট যাত্রী সংখ্যা ছিল ৫ জন। যার মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বাকি যাত্রীদের মধ্যে তিন জনকে উদ্ধার করা হলেও এখনো পর্যন্ত একজন ব্যক্তি নিখোঁজ। জলের তোড়ে অন্য কোন জায়গায় চলে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে জলের টানে তলিয়ে যাওয়া ব্যক্তির খোঁজ চালাচ্ছে এনডিআরএফ টিম।

Post a Comment

Previous Post Next Post