রিয়া গিরি : তালিবান শাসন শুরু হওয়ার পর থেকেই নারীদের ওপর যেভাবে অত্যাচার শুরু হয়েছে ঠিক তেমনি তালিবান সরকারের বিরোধিতা করা দেশের জনগণ থেকে শুরু করে বিভিন্ন পেশায় যুক্ত ব্যক্তিদের তালিবানদের ক্ষোভের মুখে পড়তে হয়েছে। ইতিমধ্যেই তালিবানরা নিজেদের বিরোধিতা করায় হেলিকপ্টারের ঝুলিয়ে একজন মহিলাকে এবং সকলের সামনেই সাধারন নাগরিকদের খুন করেছে।
বিজেপি নেতা খুনের তদন্ত করছে না পুলিশ : অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রীর
আফগানিস্তানে নারীদের ওপর কড়া নিয়ম লাগু করার পর থেকে রাস্তায় বিরোধিতা করতে নেমেছে আফগান নারীরা। গত ৭ ই সেপ্টেম্বরের যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ তালিবানের শাসনের বিরোধিতা করে কাবুলে নারীরা বিক্ষোভ মিছিল বের করে। সেই বিক্ষোভের নিউজ এর ফটো জার্নালিস্ট ওয়াহিদ আহমেদকে আটক করে তালিবান। যদিও ওই দিনটা ক্যামেরার নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয় ঐদিনের মতো। পরে এতি লাত ই রোজ সম্পাদক জাকি দারিয়াবি বলেন তার সংবাদপত্রে দুই সহকর্মীকে তালিবানরা ৪ ঘন্টা ধরে পিটিয়েছে । এই নিঃশংস অত্যাচারে জ্ঞান হারিয়েছে দুই সাংবাদিক।
নিমতলায় ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলছে কাঠের গুদাম, ঘটনাস্থলে দমকল মন্ত্রী
আটক করা সাংবাদিক তাকি দাঁরিয়াবি এবং নিমাত নাকবি দাবি করেন তালিবান জঙ্গিরা তাদের আটক করে কাবুলের একটি থানায় নিয়ে যায় এবং সেখানেই তাদের বেধড়ক মারধর করে জঙ্গীরা। পরদিন ৮ ই সেপটেম্বর তাকে ছেড়ে দেওয়া হয় । আক্রান্ত সাংবাদিক দের ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।