অশ্বিনকে নিয়ে ভারতীয় শিবিরে অশান্তির আঁচ, না খেলানো অন্যায়, বলে দিলেন বোলিং কোচ

The bowling coach said that it was unfair not to play with Ashwin in the Indian camp

শ্রমণ দে রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে ভারতীয় শিবিরে কি অশান্তির আঁচ? বোলিং কোচ ভরত অরুণের কথায় তারই ইঙ্গিত। অশ্বিনকে বাদ দেওয়া নিয়ে তিনি প্রশ্ন তুললেন।

কোহলী-শাস্ত্রী জুটি যখন অশ্বিনকে বাইরে রেখেই নামার পক্ষে, সেই সময় অরুণের মতে তাঁর মতো স্পিনারকে না খেলানোটা অন্যায়। তিনি বলেন, “অশ্বিন আমাদের সেরা স্পিনার। এটা খুবই দুঃখের যে ও এখনও অবধি এই সিরিজে একটি টেস্টও খেলেনি। বৃহস্পতিবার পিচ দেখা হবে। যদি অশ্বিন দলে ফিট করে তবে (রবীন্দ্র) জাডেজা এবং অশ্বিন দু’জনেই খেলবে।”

বনগাঁর তনয় এবার টি২০ বিশ্বকাপে! রোহিত-কোহলিদের সামনেই অগ্নিপরীক্ষা দিনমজুরের ছেলের

ওভালের পিচে স্পিনার প্রয়োজন হবে বলেই মনে করছেন অরুণ। তিনি বলেন, “ইতিহাস বলে ওভালের পিচে স্পিন কাজে লাগে। ইংল্যান্ড জানে জাডেজা এবং অশ্বিন একসঙ্গে খেললে কতটা ভয়ঙ্কর হতে পারে। পিচ থেকে সাহায্য পেলে ওরা যে আরও ভয়ঙ্কর হয়ে উঠবে, তা বলাই যায়।”

পুজোর আগে কমলো সোনা-রুপোর দাম

রুটকে আটকানোর দিকেও নজর দিতে হবে বলে মত অরুণের। তিনি বলেন, “প্রতিটা ম্যাচেই ভাল শুরু করছে রুট। এটা আমাদের আটকাতে হবে।” পাঁচ ম্যাচের সিরিজ এই মুহূর্তে ১-১। ওভালে যে দল জিতবে, তাদের আর সিরিজ হারতে হবে না। কোহলীরা কি পারবেন সেই কাজ করতে? তার আগে যদিও অশ্বিন ধাঁধার উত্তর পেতে হবে ভারতকে।

টিম ঘোষণা হয়েছে ভারতের, এবং অশ্বিনকে রাখা হয়নি যথারীতি প্লেয়িং ইলেভেনের ভেতর। টসে জিতে বল করবার সিদ্ধান্ত ইংল্যান্ডের।

Post a Comment

Previous Post Next Post