চলতি সপ্তাহে ৫ দিন বন্ধ থাকছে ব্যাংক



The-bank-is-closed-for-5-days-this-week

রিয়া গিরি : চলতি মাসেই ব্যাংকের মোট ১২ টি ছুটি রয়েছে । যার ৫ টি এই সপ্তাহেই। আরবিআই নির্দেশ অনুযায়ী সপ্তাহে প্রায় ৫ দিন বন্ধ রাখতে চলেছে ব্যাংক গুলিকে। প্রত্যেক মাসে ছুটি র তালিকা অনুযায়ী এ মাসে উৎসব ও গুরুত্বপূর্ণ দিনগুলির পরিমাণ অন্যান্য মাসের থেকে একটু বেশি।


যে দিনগুলি ছুটি থাকবে সেগুলি হল-
৮ সেপ্টেম্বর গুহাটিতে ব্যাংক বন্ধ থাকবে। 
৯ সেপ্টেম্বর তিজ উপলক্ষে গ্যাংটক এ ১০ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকের কাজকর্ম বন্ধ থাকবে। 
১০ সেপ্টেম্বর গণেশ চতুর্থী যার জন্য সমগ্র মহারাষ্ট্র জুড়ে ব্যাংক বন্ধ থাকবে। মহারাষ্ট্র ছাড়াও হায়দ্রাবাদ ভুবনেশ্বর ও দেশের বেশ কয়েকটি জায়গায় ব্যাংক বন্ধ রয়েছে।
১১ সেপ্টেম্বর দ্বিতীয় শনিবারের জন্য বন্ধ থাকবে ব্যাংক


এই দিনগুলি ছাড়া সোমবার থেকে আবার একই ধারায় চলতে থাকবে ব্যাঙ্কগুলি। পরের সপ্তাহেও বিশ্বকর্মা পুজো ও অন্যান্য উল্লেখযোগ্য দিনগুলির জন্য ছুটি থাকছে ব্যাংক। লেনদেনের ক্ষেত্রে সমস্যা হবে বলে দাবি করেছে  আমজনতা। 

Post a Comment

Previous Post Next Post