ঈশিতা সাহা: গোটা বিশ্বে ১০০ জন প্রভাবশালী ব্যক্তির নামের তালিকা প্রকাশ করেছে টাইম ম্যাগাজিন। সেখানেই নাম উঠেছে ভারত থেকে তিনজন ব্যক্তির। তাদের মধ্যে একজন হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পাশাপাশি নাম উঠেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সেরাম ইনস্টিটিউটের কর্তা আদর পুনাওয়ালা।
টাইম ম্যাগাজিনের প্রভাবশালীর তালিকায় নাম পেলেন পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী
ইতিমধ্যে টাইমস -এর পক্ষ থেকে এই তিন প্রভাবশালী ব্যক্তি সম্পর্কে লেখা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সম্পর্কে বলা হয়েছে, 'ভারতীয় রাজনীতির পথে তিনি নির্ভীকতার মুখ হয়ে দাঁড়িয়েছে। তিনি তৃণমূল কংগ্রেস দলকে নেতৃত্ব দেন না। তিনি নিজেই দল। রাস্তায় নেমে যুদ্ধ করেছেন একাধিক বার। পিতৃতান্ত্রিক সংস্কৃতিতে নিজেই নিজের জীবন গড়ে তুলেছেন।'
মাত্র দু মিনিটের টর্নেডোয় পাল্টে গেল বসিরহাট গ্রামের নকশা!
অপরদিকে মোদী সম্পর্কে টাইমসে লেখা হয়েছে,'স্বাধীন ভারতের বয়স ৭৪ বছর। জহরলাল নেহেরুর ও ইন্দিরা গান্ধীর পর মোদির মতো করে এভাবে কেউ দেশে রাজনীতি করেননি।'
ব্যবসা উঠেছে লাটে! রাজ্যজুড়ে এদিনে ধর্মঘটের ডাক ডেকোরেটর সমিতির
পাশাপাশি ২০২১ সালের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির মধ্যে নাম উঠেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্প। এছাড়াও তালিবানের অন্যতম প্রতিষ্ঠাতা মোল্লা আবদুল গনি বরাদরের নামও রয়েছে।