ডুয়ার্সের পথে সাত দিনই চলবে ভিস্তাডোম কোচ

The-Vistadom-coach-will-run-for-seven-days-on-the-way-to-Dooars


ঈশিতা সাহা :  ইতিমধ্যে আলিপুরদুয়ার থেকে শিলিগুড়ি উদ্দেশে ভিস্তাডোম ট্রেনটি খুব শীঘ্রই সপ্তাহের সাত দিনই চলবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। প্রত্যেক বছরই পুজোর পর পর্যটনরা একরাশ ভিড় জমান ডুয়ার্সের প্রাকৃতিক সৌন্দর্য উপলব্ধির জন্য। তারই মধ্যে বিলাসবহুল ভিস্তাডোম ট্রেনটি নজর কেড়েছে ডুয়ার্স প্রেমীদের।

বৃষ্টিপাতের দরুন লাল সতর্কতা জারি বঙ্গের দুই জেলায়

এখন থেকে সপ্তাহের ৭ দিন চলবে এই কোচ বলে খবর। জানা গিয়েছে অতিরিক্ত একটি ভিস্তা ডোম কোচ সহ ট্রেনটিতে মোট ১০ নতুন বগি তৈরীর পরিকল্পনা চলছে। পাশাপাশি আলিপুরদুয়ার ডিভিশনের ২১ টি রেল স্টেশনের -এর স্থানীয় ব্যবসায়ীদের বহুমুখী স্টোল খোলার অনুমতি দেবে রেল কর্তৃপক্ষ। সেখানে খাবারের সাথে হস্তশিল্প সামগ্রী ও পেতে পারেন পর্যটকরা। বুধবার আলিপুরদুয়ার ডিভিশনের ডিআরএম দিলীপ কুমার সিংহ বলেন,'পর্যটকদের কথা মাথায় রেখেই আমরা ভিস্তাডোম নিয়ে পরিকল্পনা নিয়েছি। যদি দেখা যায় পুজোর আগে বা পরে টিকিটের চাহিদা প্রচুর হয়েছে, তবে সেক্ষেত্রে আমরা সপ্তাহের প্রতিদিন টুরিস্ট স্পেশাল ট্রেন চালাব। যা এখন তিন দিন চলছে। পাশাপাশি একটি অতিরিক্ত কোচ ভিস্তাডোমে দেওয়ার চেষ্টা চলছে।'

৭ বছর পর নিজের বাড়ি ফিরে এলো হারিয়ে যাওয়া ছোট্ট মেয়েটি

এদিকে ১০ অক্টোবর থেকে নিউ কোচবিহার ও নিউ জলপাইগুড়ির মধ্যে ডাবল লাইনের কাজটি পুরোপুরি সম্পূর্ণ হতে চলছে। এই ডাবল লাইনের কারণে খুব কম সময়ের মধ্যে আলিপুরদুয়ার থেকে নিউ জলপাইগুড়ি পৌঁছে যাওয়া সম্ভব হবে। ডাবল লাইন নিয়ে ডিআরএম জানিয়েছেন, খুব শীঘ্রই আমাদের এই কাজটি সম্পন্ন হতে চলছে। এর ফলে অনেকেই উপকৃত হবেন ডুয়ার্সবাসি। আশা করছি ১০ অক্টোবর থেকেই ডাবল লাইনে ট্রেন চলাচল শুরু হবে।

Post a Comment

Previous Post Next Post