মদন মিত্রকে কালারফুল ছেলে বলে সম্মোধন তৃণমূল নেত্রীর

The-Trinamool-leader-called-Madan-Mitra-a-colorful-boy


রিয়া গিরি : মদন মিত্রকে প্রায়ই ফেসবুক লাইভে দেখতে পাওয়া যায়। তার সমর্থকরা ও বেশ পছন্দ করেন তার এই লাইভে আসা। তিনি লাইভে সাজগোজ করে  কোন একটা বিষয়ের উপরে নিজের মতামত জানান। সেই লাইভে আসা কে নিয়ে আগেও দলনেত্রীর রোষের মুখে পড়তে হয়েছিল মদন মিত্রকে। ঠিক আরেকবার নেত্রী কর্মীসভায় মদন মিত্রকে'কালারফুল ছেলে' বলে উল্লেখ করলেন।

উপনির্বাচনে প্রার্থী হলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুক্রবার মনোনয়নপত্র জমা দেবেন তিনি। সেই সুবাদে ওই দিন  চেতলায় কর্মীসভায় ভোটের প্রচার শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি নিজের বক্তৃতায় মদন মিত্রের নাম উল্লেখ করেছেন।

কলকাতা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ৭৩ পদে মেডিকেল অফিসার নিয়োগ! আবেদনের বিস্তারিত জানুন..

তিনি বলেছেন বেশি সাজগোজ করবে না। তুমি নিজের পড়াটা ভালো কোরে করবে। পরশুদিন দেখেছিলাম ধুতি পাঞ্জাবি পরে দাঁড়িয়ে ছিলে। একদম এভাবেই থাকবে কিন্তু বেশি সাজগোজ করবেনা।মাঝেমাঝেই  একটু বেশি কালারফুল হয়ে যায়। কালারফুল হলে প্রবলেম নেই। খোশ মেজাজেই ঠিক এমন কথাই জানিয়েছেন তৃণমূলের দলনেত্রী।

বিজেপি-সিপিএম সংঘর্ষ! ভোট ঘিরে অগ্নিগর্ভ ত্রিপুরা

মদন মিত্র কখনো হলুদ সানগ্লাস পরে আবার কখনো দুবাই এর জুতোপরে ফেসবুক লাইভে আসে। লাইক কমেন্ট বলে দেয় তিনি কতটা জনপ্রিয়।বিধানসভা ভোটের পরই ফেসবুক লাইভ নিয়ে মদন মিত্র কে কড়া বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আবার পোশাক নিয়ে উল্লেখ করলেন। যদিও প্রশংসা করে তিনি মদন মিত্র কে তৃণমূলের একজন হিরো বলেই সম্বোধন করেছেন।

The-Trinamool-leader-called-Madan-Mitra-a-colorful-boy

The-Trinamool-leader-called-Madan-Mitra-a-colorful-boy

The-Trinamool-leader-called-Madan-Mitra-a-colorful-boy

The-Trinamool-leader-called-Madan-Mitra-a-colorful-boy

The-Trinamool-leader-called-Madan-Mitra-a-colorful-boy


Post a Comment

Previous Post Next Post