বিশেষ সংবাদদাতা : এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হলো, শুক্রবার আফগানিস্তানে তালেবানরা নতুন সরকার গঠন করবে। কিন্তু পারস্পরিক সম্মতির অভাবে তারা নতুন সরকার গঠন করতে পারেনি। আপনি অবশ্যই বুঝতে পারছেন যে, সন্ত্রাসীদের পক্ষে গুলি চালানো সহজ, কিন্তু তাদের পক্ষে রাজনীতি করা এবং সরকার গঠন করা সম্ভব নয়।
এবার পুরোনো ছবি পাল্টে ফেলুন নিজের আধার কার্ড থেকে
কোন দপ্তর কাকে দেওয়া হবে বা সরকারই বা কী ভূমিকা পালন করবে তা নিয়ে শুক্রবার পর্যন্ত তালেবান নেতৃবৃন্দের মধ্যে কোন সমঝোতা হয়নি। তালেবানরা মার্কিন সেনা প্রত্যাহারের জন্য একটি তারিখ নির্ধারণ করেছিল, কিন্তু তারা এখনও পর্যন্ত সরকার গঠনের তারিখ নির্ধারণ করতে পারেনি। বিশেষজ্ঞদের মতে, এর কারণ সন্ত্রাসীদের জন্য সরকার গঠনের এটাই প্রথম অভিজ্ঞতা। কিন্তু আজ তালেবানের এই অভিজ্ঞতার অভাব সারা বিশ্বের মুখোমুখি হচ্ছে।
দুটি টিকা নিলে তবেই মিলবে মদ, কড়া নির্দেশ প্রশাসনের
এদিকে তালেবানরা আফগানিস্তানে নতুন সরকার গঠন করতে পারেনি, অথচ বিজয় দিবসের কুচকাওয়াজ শুরু করেছে। বোমারু বিমান মার্কিন সামরিক ঘাঁটির সামনে ব্লাস্ট করছে। এখন আত্মঘাতী বোমা হামলাকারীরা আত্মঘাতী বোমারু। যারা কিনা জিহাদের নামে নিরীহ মানুষের প্রাণ কেড়ে নেয়। ইতিমধ্যে তালেবান তাদের আত্মঘাতী হামলাকারীদেরকে বিজয় দিবসের কুচকাওয়াজে শহীদ সৈনিকের সন্মান হিসেবে বর্ণনা করেছে। এছাড়াও বিজয় দিবসে তালেবানরা তাদের অস্ত্রও প্রদর্শন করে। যা বিশ্বের শান্তিপ্রিয় দেশগুলোকে ব্যঙ্গ করার চেয়ে কম নয়।
চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকার প্রতারণা, ধৃত অভিযুক্ত
সূত্রে খবর, গত ১০২ বছরে তালেবানরা অন্তত ৩০ বার তাদের পতাকা পরিবর্তন করেছে। তাদের ধারণা, পতাকা পরিবর্তন করলেই সবকিছু বদলে যাবে।