পর্ণগ্রাফি দর্শকদের তালিকায় সবার ওপরে তালিবানরা

 

The-Taliban-tops-the-list-of-pornography-viewers


রিয়া গিরি : তালিবানদের বরবরতার পরিচয় অনেক আগেই পেয়েছে বিশ্ববাসী। আফগানিস্তান দখলের পর থেকেই মহিলাদের অধিকারে হস্তক্ষেপ শুরু করে দিয়েছে তারা। তালিবানদের জন্য আফগানিস্তানের মেয়েরা মোটেও নিরাপদ মনে করছেন না নিজেদের। একটি গণনা থেকে জানা গেছে বর্তমানে পর্নোগ্রাফি দর্শকদের তালিকায় প্রথম রয়েছেন এই কট্টরপন্থী সন্ত্রাস বাহিনী।

     
আফগানিস্তানে মেয়েদের নিজের বাড়ি থেকে তুলে নিয়ে এসে তাদের ওপর অত্যাচার চালায় তালিবানেরা। বাড়িতে কোন অবিবাহিত মেয়ে কিংবা বিয়ের উপযুক্ত মেয়ে থাকলে জোর জবরদস্তি অত্যাচার চালায় । ইতিমধ্যেই আফগানিস্তানের দেওয়াল থেকে মেয়েদের ছবি মুছে ফেলেছে তারা। তার মাঝে তাদের এই রকম আচরণ চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।


বিশেষজ্ঞদের  মতে পর্নোগ্রাফি তালিবানদর  রুচির পরিবর্তন করতে পারে আর তার খারাপ প্রভাব আফগানিস্তানের মহিলাদের ওপর । তালিবান অধিকার দেশের অর্থনৈতিক ব্যবস্থার থেকেও বেশি প্রভাব পড়েছে আফগানিস্তানের মহিলাদের ওপর।আফগানিস্তানের মহিলাদের ভবিষ্যৎ কি হতে পারে তা এখন ও বিশ্বের কাছে চিন্তার বিষয়।

Post a Comment

Previous Post Next Post