পেশায় জঙ্গি কাশ্মীরি যুবকের প্রেমে পড়ল পাক তরুণী

 

The-Pakistani-girl-fell-in-love-with-a-militant-Kashmiri-youth-by-profession

রিয়া গিরি : কাশ্মীরি পেশায় জঙ্গি যুবকের প্রেমে পড়ে পাকিস্তানের এক তরুণী। ২০০৮  অস্ত্র প্রশিক্ষণের জন্য পাকিস্তানে আশা বারামুল্লার কাশ্মীরি যুবককে দেখেই প্রেমে পড়ে গিয়েছিলেন বুশরা ফারুক।

মৃত্যুর পর সিদ্ধার্থের সঙ্গে কথা বললেন স্টিভ

কাশ্মীরি প্রেমিককে বিয়ে করে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিল  পাক তরুণী।বিয়ের পর তারা বেশ কয়েক বছর পাকিস্তানের ছিল।পরে ওই যুবক কাশ্মীরে নিজের বাবা-মার কাছে আসে নেপালের পথে।  বাড়ি ফিরে প্রায় ৯ বছর আর পাকিস্তানে ফেরা হলো না তাদের।পরে তার স্বামী তার পাসপোর্ট কেড়ে নেয় এবং সে নানাভাবে সংগ্রাম চালিয়ে যেতে হয় নিজের দেশে ফেরার জন্য। বুশরা নয় অনেক পাকিস্তানি তরুণী কিভাবে কাশ্মীরের এসে বন্দি হয়ে গিয়েছেন সারা জীবনের জন্য।

KKR টিমে জায়গা করে নিল বসিরহাটের জিন্না

বুশরার স্বামী  ২০১৯ সালে তাকে ডিভোর্স দেয় এবং তার দুই ছেলেকে কেউ কেড়ে নিয়ে চলে যায়। এখন কোনমতেই টেলারিং এর কাজ করে নিজের পেট চালান বুশরা। তাদের আবেদন তাদের পাকিস্তানে ফিরে যাওয়ার সুবিধা করে দেওয়া হোক নইলে ভারতের নাগরিকত্ব দেওয়া হোক যাতে বৈধ পাসপোর্টে পাকিস্তান যাওয়ার অনুমতি নিতে পারেন তারা।

The-Pakistani-girl-fell-in-love-with-a-militant-Kashmiri-youth-by-profession

The-Pakistani-girl-fell-in-love-with-a-militant-Kashmiri-youth-by-profession

The-Pakistani-girl-fell-in-love-with-a-militant-Kashmiri-youth-by-profession

The-Pakistani-girl-fell-in-love-with-a-militant-Kashmiri-youth-by-profession


Post a Comment

Previous Post Next Post