ভারতে-রাশিয়ার যৌথ উদ্যোগে নতুন ভেরিয়েন্ট নিয়ে আসছে ব্রক্ষস মিসাইল

The-Indo-Russian-joint-venture-is-coming-up-with-a-new-variant-of-the-Brax-missile


ঈশিতা সাহা : চীন-পাকিস্তানকে টক্কর দিতে এবারের নতুন ভার্সন নিয়ে আসছে ব্রক্ষস মিসাইল। এটি ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি একটি সুপারসনিক ক্রুজ মিসাইল। এর গতিবেগ সম্পর্কে ধারণা সাধারণ মানুষের চিন্তার বাইরে। অর্থাৎ সবচেয়ে দ্রুত গতি শব্দের থেকেও কয়েক গুণ বেশি গতিতে ছুটতে পারে এই মিসাইল। এই কারণেই এর নাম সুপারসনিক মিসাইল।

মুর্শিদাবাদ নার্সিংহোমে ১ বোতল রক্তের মূল্য ৩৫০০ টাকা!

এই মিসাইলের গতিবেগ এতটাই বেশি যে চোখের নিমেষে শক্র দেশের ঘাঁটি ধ্বংস করা যেতে পারে। শক্র দেশের রাডার এই মিসাইল কে যতক্ষণে ধরতে পারবে এবং তারপর শক্র দেশের ডিফেন্স মিসাইল এই মিসাইলকে ধ্বংস করার আগেই সুপারসনিক ব্রক্ষস শত্রুদের ঘাঁটি আক্রমণ করতে সক্ষম হবে।

প্যাসেঞ্জার টার্মিনাল বিল্ডিং এর উদ্বোধন হল পেট্রাপোল সীমান্তে

কিন্তু  ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থার ডিআরডিও জানিয়েছে, এবারে ব্রক্ষস মিসাইল ভারতের সেনাবাহিনী ক্ষমতা বাড়াতে আরও বিধ্বংসী শক্তিশালী রূপ নিয়ে আসছে। বলা যেতে পারে, বর্তমান পরিস্থিতিতে ভারতবর্ষের পিঠ হয়ে দাঁড়িয়েছে এই মিসাইল। ব্রক্ষসের নয়া রূপ ও শক্তি ভারতীয় সেনাবাহিনীকে আলাদাই রূপ এনে দিয়েছে।

মুখ্যমন্ত্রীর জয়লাভ এবং তাঁর সুস্থতা কামনায় হোম যজ্ঞে শামিল মহিলা তৃণমূল কর্মীরা

একই সাথে বৃদ্ধি করা হয়েছে রেঞ্জ ও ম্যনুয়েভারের। অর্থাৎ ভারতীয় সেনাবাহিনী শক্র উদ্দেশ্যে যখন এই মিসাইল ছাড়বে তখন সেনারা ভারত থেকেই তা নিয়ন্ত্রণ করতে পারবে। পাশাপাশি নয়া ভার্সনে ভারতীয় সেনারা এই মিসাইলের দিক তিনবার পরিবর্তন করতে পারবে। পূর্বে তা একবার করা যেত। তবে বলা বাহুল্য, শুক্র দেশের জন্য এক ভয়ঙ্কর অস্ত্রে পরিণত হয়েছে ব্রক্ষস মিসাইল।


Post a Comment

Previous Post Next Post