বনগাঁর ব্যবসায়ীর অপহরণে গ্রেফতার হল সিভিক ভলেন্টিয়ার


The-Civic-Volunteer-was-charged-with-kidnapping-a-businessman


সোমনাথ দাস : দীর্ঘদিনের আটকে থাকা পাওনা টাকা আদায় করতেই এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ উঠল সিভিক ভলেন্টিয়ার সহ অন্য দুজন ব্যবসায়ীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার পশ্চিম পাড়া এলাকায়। নিখোঁজ ব্যক্তির তদন্ত শুরু করলে হাতেনাতে মূল অভিযুক্তদের ধরে ফেলে পুলিশ।

ভ্যাকসিনের সূচ ভেঙ্গে থেকে গেল হাতের মধ্যেই

সূত্রের খবর, কিছুদিন আগে বিপ্লব বিশ্বাস নামে পেশায় ব্যবসায়ী এক ব্যক্তির অপহরণ হয়। ওইদিনই বিপ্লব বিশ্বাস এর স্ত্রী সুইটি বিশ্বাস বনগাঁ থানায় ব্যবসায়ীর পার্টনারের বিরুদ্ধে অভিযোগ  দায়ের করে।থানায় অভিযোগ দায়ের পরই পুলিশ মোবাইল লোকেশন ট্যাগ করে  সৌরভের বাড়ি থেকে বিপ্লবকে উদ্ধার করে। মূল ঘটনায় অভিযুক্ত সৌরভ দে পশ্চিম পাড়ার বাসিন্দা। মূল অভিযুক্ত পেশায় সিভিক ভলেন্টিয়ার।

গাইঘাটার সাপের কামড়ে মৃত্যু হল ২৪ বছর যুবকের

সৌরভ দে ও শিবাজী বসু নামে ওই ব্যক্তিকে বনগাঁ কলেজ পাড়া থেকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ তদন্ত শুরু করলে মূল অভিযুক্তরা জানায় ধৃত ওই ব্যবসায়ীর থেকে পাওনা টাকা আদায় করতেই তাকে অপহরণ করা হয়েছে। তাছাড়া অন্য কোন উদ্দেশ্য ছিল না তাদের।

Post a Comment

Previous Post Next Post