ওয়েবডেস্ক : বিরাট কোহলির নেতৃত্বে টিম ইন্ডিয়া আইসিসি টি -টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে। অথচ এই টুর্নামেন্টেই এমন একটি দল আছে যে দল ভারতকেও জিততে পারে।
স্কুল খোলার পর চীনে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ
এবারের ২০২১ আইসিসি T-20 বিশ্বকাপে টিম ইন্ডিয়াকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। কারণ ওয়েস্ট ইন্ডিজ এমন একটি দল, যারা বিরাটের সেনাবাহিনীর জন্য সমস্যা তৈরি করতে পারে।
আইফোন কেনার দুদিনের মধ্যে বিস্ফোরণ ঘটল পকেটেই
উল্লেখ্য, ২০১২ এবং ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজ দল আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে এবং এ বছর তৃতীয় শিরোপা জয়ের দিকে তাকিয়ে আছে। উল্লেখ্য, গত টুর্নামেন্টের সর্বশেষ প্রতিযোগিতায় ক্যারিবিয়ান দল সেমিফাইনালে ভারতকেই পরাজিত করেছিল।
The Squad is Out! 🙌
— BCCI (@BCCI) September 8, 2021
What do you make of #TeamIndia for ICC Men's T20 World Cup❓ pic.twitter.com/1ySvJsvbLw
এবারে আইসিসি টি -টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ -এর জন্য ওয়েস্ট ইন্ডিজ দলে কাইরন পোলার্ড, ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, আন্দ্রে রাসেল, নিকোলাস পুরান, এভিন লুইসের মতো সেরা খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করেছে। যারা টিম ইন্ডিয়ার কারও থেকেই কম যান না।
CWI announces squad for the ICC T20 World Cup 2021🏆 #MissionMaroon #T20WorldCup
— Windies Cricket (@windiescricket) September 9, 2021
World Cup Squad details⬇️https://t.co/qoNah4GTZS pic.twitter.com/IYGQNBobgi
তবে টিম ইন্ডিয়াও তার পরিস্থিতি দেখাতেও চরমভাবে আগ্রহী বিরাট কোহলীর দল। সুত্র অনুযায়ী, ভারতের বেশিরভাগ খেলোয়াড়ই আইপিএলে ভালো পারফর্ম করেছে। কিন্তু তা সত্ত্বেও বিশেষজ্ঞদের মতে ওয়েস্ট ইন্ডিজকে হালকাভাবে নেওয়া উচিত হবে না টিম কোহলীর।