T-20 বিশ্বকাপের টিম ঘোষণা করল বিসিসিআই, সুযোগ পেল অনেক নতুন মুখ

The-BCCI-announced-the-T-20-World-Cup-squad-giving-many-new-faces-a-chance


ওয়েবডেস্ক : আসন্ন ২০২১ টি -টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। এই বছরের বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামি ১৭ অক্টোবর থেকে অনুষ্ঠিত হবে।

ডিগ্রীর কোন ভ্যালু নেই; জানিয়ে দিলো তালিবান শিক্ষা মন্ত্রী

বিরাট কোহলির নেতৃত্বে অনেক তরুণ খেলোয়াড়কে এবারের বিশ্বকাপ দলে সুযোগ দেওয়া হয়েছে। এই খেলোয়াড়দের তালিকায় আছেন সূর্যকুমার যাদব, ঈশান কিষান এবং রাহুল চাহার। তবে দলে সুযোগ পাননি সিরাজ। চাহালের মতো খেলোয়াড়কে টপকে দলে জায়গা করে নিয়েছেন বরুণ চক্রবর্তী। যদিও অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছেন যাদের ভারতের হয়ে বিশ্বকাপ খেলার স্বপ্ন ভেঙে গেছে। তবে সেক্ষেত্রে দলে জায়গা পেতে পারেনি কুলদীপ যাদব এবং শিখর ধাওয়ানের মতো বড় নামও।

ডিগ্রীর কোন ভ্যালু নেই; জানিয়ে দিলো তালিবান শিক্ষা মন্ত্রী

আইসিসি টি -টোয়েন্টি বিশ্বকাপ ১৭ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টে ১৬ টি দল অংশগ্রহণ করবে। যেখানে এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৬ নভেম্বর। তবে আনুষ্ঠানিকভাবে এটি প্রকাশ করেনি বিসিসিআই। আসলে এই টুর্নামেন্ট শুরু হবে আইপিএলের ফাইনালের কয়েকদিন পর। আইপিএলের ফাইনাল অনুষ্ঠিত হতে পারে ১৫ অক্টোবর।

এবারের T20 বিশ্বকাপের প্রথম রাউন্ডে যোগ্যতা অর্জন পর্বে ৮ টি দলের মধ্যে মোট ১২টি ম্যাচ হবে। আট দলের মধ্যে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, নামিবিয়া, ওমান, পাপুয়া নিউগিনি। এর মধ্যে চারটি দল (প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই) সুপার ১২এর জন্য যোগ্যতা অর্জন করবে এবং শীর্ষ আটটি T20 দলে জায়গা করে নেবে।

এর পর সুপার ১২ পর্বে ৩০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। যা ২৪ অক্টোবর থেকে শুরু হবে। সুপার ১২ -এ, দলগুলিকে ছয়টি করে দুটি গ্রুপে ভাগ করা হবে। এই ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতের তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে - দুবাই, আবুধাবি এবং শারজাহ। এর পর তিনটি নকআউট ম্যাচ হবে-দুটি সেমিফাইনাল এবং একটি ফাইনাল।

চলতি সপ্তাহে ৫ দিন বন্ধ থাকছে ব্যাংক

বিসিসিআই এর নতুন টিম কিছুটা এরকমের হতে পারে : বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, রিষভ পান্ত (উইকেটরক্ষক), ঈশান কিষান, হার্দিক পান্ড্য, রবীন্দ্র জাদেজা, রাহুল চাহার, অশ্বিন, ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী, মোহাম্মদ শামি, অক্ষর প্যাটেল। স্ট্যান্ডবাই প্লেয়ার হিসাবে থাকছে- শ্রেয়াস আইয়ার, শার্দুল ঠাকুর, দীপক চাহার।

The-BCCI-announced-the-T-20-World-Cup-squad-giving-many-new-faces-a-chance

The-BCCI-announced-the-T-20-World-Cup-squad-giving-many-new-faces-a-chance

The-BCCI-announced-the-T-20-World-Cup-squad-giving-many-new-faces-a-chance

The-BCCI-announced-the-T-20-World-Cup-squad-giving-many-new-faces-a-chance

The-BCCI-announced-the-T-20-World-Cup-squad-giving-many-new-faces-a-chance


Post a Comment

Previous Post Next Post